ডুবে যাওয়ার অনুভব
- যাযাবর জীবন
ভালোবাসা, একটি শব্দ
অব্যক্ত অনুভূতি
অব্যক্ত অনুভব
ভালোবাসা, ইচ্ছে ছুঁয়ে ছুঁয়ে থাকা
ইচ্ছে জড়িয়ে রাখা
মন কেমন কেমন করা অনুভব
ভালোবাসা, কষ্ট কষ্ট সুখ
হাসি হাসি কান্না
দুঃখ সুখের অনুভব
ভালোবাসা, একটি মন খারাপের গল্প
একটি সম্পূর্ণ কবিতা
আর তুই তুই অনুভব
ভালোবাসা মানেই 'তুই'
মনের মাঝে 'তুই সব'
আর তোতে ডুবে যাওয়ার অনুভব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন