নারী, কন্যা জায়া জননী
- যাযাবর জীবন
নারী; ছেলেবেলায় মমতাময়ী মা
ভালোবাসার বাঁধন
উল্টাপাল্টায় কড়া শাসন;
নারী; কৈশোরে, প্রেমিকা মনমোহিনী
যখন তখন জ্বালাতন
স্বাধীনতা হরণ আর সময় শোষণ;
নারী; যৌবনে, জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী
নরম ও গরম, ইচ্ছে হলেই ইচ্ছেমতন
এটা না, ওটা না, সেটা না এর কান ঝালাপালা ভাষণ;
নারী; কন্যা, বাবার আদরের ধন
পিতামনে একচ্ছত্র ভালোবাসার সিংহাসন
প্রৌঢ়ত্বে কখনো সখনো মমতার অনুশাসন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন