মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

বুকের বাঁ পাশ


বুকের বাঁ পাশ
- যাযাবর জীবন


বুকের বাঁ পাশটায় তুই
একেবারে খাঁচার অনেক ভেতরে,
মাঝে মাঝে তোকে খুলে দেখি উঁকি দিয়ে
তখন আমি তোর একার,
ঘন প্রেম শেষে আবার বুক বন্ধ করে সবার হয়ে যাই;

তুই ডুব দিয়ে ঘুমাস বুকের গভীরে
আমার হৃদপিণ্ড ধুকপুক করতে থাকে তোর নিঃশ্বাসে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন