শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

নীল স্বপ্ন



নীল স্বপ্ন
- যাযাবর জীবন


কোন কোন মাঝরাতে তুই আমার
কোন কোন মাঝরাতে ডুব সাঁতার
স্বপ্ন ভাংতেই কোথাও কেও নেই
স্বপ্ন ভাংতেই অন্ধকার;

কোন কোন মাঝরাতে তোকে কাছে পাই
আকাশে চাঁদ ওঠে
তারাতেও জ্যোৎস্না ফোঁটে
এলোমেলো বাতাসে উড়তে থাকে তোর এলোচুল
আমি নাক গুঁজে দেই তোর ঘাড়ে
তারপর একটু একটু করে খুলে দেখি তোকে
চুল থেকে ঘাড়ে
ঘাড় থেকে বুকে
বেআব্রু রাত বেআব্রু করে তোকে
তারপর ডুবতে থাকি তোতে;

নীল নীল স্বপ্নগুলো বড্ড নীল করে দেয় মাঝে মাঝে
আর ঘুম ভাংতেই অন্ধকার।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন