সত্য মিথ্যার বোধোদয়
- যাযাবর জীবন
তুই সত্যি
আমি কিন্তু মিথ্যা না;
তুই যখন সূর্যোদয় দেখিস
আমি দেখি সূর্যাস্ত, একই সময়ে,
আমরা কেও কিন্তু মিথ্যা না;
তুই যখন দিন দেখিস
আমি দেখি রাত, একই সময়ে
আমরা কেও কিন্তু মিথ্যা না;
আমি তোকে ভালোবাসি, একদম সত্য
তুই আমাকে ভালোবাসিস না, ডাহা মিথ্যা
তবুও আমাদের মিলন হয় না;
আমরা দু-জন দু-জায়গা থেকে পৃথিবী দেখি
আমরা দু-জন পরস্পরকে ভালোবাসি
তবুও আমাদের মিলন হয় না,
আমরা কেও মিথ্যা না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন