মনে তুই
- যাযাবর জীবন
ভোরটা ঘুমের, সবারই;
আমার পাখির ডানায়, গাড়ির চাকায়
নৌকো, ষ্টীমার কিংবা রেলের চাকায়
সময় গড়ায় সময় চাকায়
কঠোর জীবন, জীবন আগায়;
মাঝে মাঝে যখন খুব হাঁপিয়ে যাই
তুই উঁকি দিস মনের পাতায়
মনে তোর ঘুম ভাংতেই কুয়াশা ভেঙে সূর্যোদয়
রবি হাসে, তুই হাসিস
হেসে ফেলে আমার ক্লান্তি
জীবন গড়ায় সময় চাকায়
আমি এগিয়ে চলি সময়কে পিছু ফেলে
নতুন দিনে, নব উদ্যমে;
ভাগ্যিস মনে তুই ছিলি, সূর্য হয়ে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন