শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

মনখারাপে যখন তখন




মনখারাপে যখন তখন
- যাযাবর জীবন


প্রতিটা মানুষের মাঝেই একজন কবি বাস করে
এক একজনের মন কবিতা লিখে এক এক ভাবে
যার যার কাব্যরস আস্বাদন নিজ নিজ কাজে
আর কবিতা কথা কয় মনের ভাঁজে;

কারো চাঁদ উঠলে ভাবের উদয়, তো কারো তারা ফুটলে
কারো জ্যোৎস্নায় তো কারো অমাবস্যায়
কারো সূর্যোদয়ে কারো কারো সূর্যাস্তে
আমার শুধুই তো'তে;

কারো কারো বৃষ্টি দেখলেই ভাবের উদয়ে মন নূপুর
মজুরের মন ভাবলেশ ঘামে ভেজা তপ্ত দুপুর

একঘেয়ে হাপর টানছে বাচ্চা ছেলেটা ঘামে চপচপ জামা
তপ্ত লোহা বেয়ে হাতুড়ির ঠাস ঠাস ঠাসও কামারের সা রে গা মা

ঠক ঠক ঠক ঠোঁটের নাচন, কাঠঠোকরার ঠোকর গানে
কাঠুরের ভাবের উদয় কুড়াল হাতে ঠক ঠক ঠক গাছের জানে

ছুঁড়িতে, ছুঁড়িতে ধারের তালেই কষাই এর মনে গান হয়
কোন কোন খুনির মনে রক্ত দেখলেই কাব্য উদয়

প্রতিটা মানুষের মাঝেই একজন কবি বাস করে
কেও কাগজে লিখে কেও লিখে মন
আমি মিছেই আঁকতে চাই তোকে
মনখারাপে যখন তখন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন