শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

ইনসমনিয়ার রাত



ইনসমনিয়ার রাত
- যাযাবর জীবন


কিছু বৃষ্টি নিয়ে শ্রাবণ
কিছু কান্না নিয়ে ভালোবাসা,
ঘুমোবার জন্য রাত;
আজকাল বড্ড ইনসমনিয়ায় ভুগছি
আমার সমস্ত জমানো ঘুম নিয়ে তুই নিশ্চিন্ত ঘুমে
ঘুম নগরীতে;
আচ্ছা! ওখানে কি চাঁদ ওঠে?
ফুল ফোটে?
বৃষ্টি নামে যখন তখন?

জানিস!
অন্ধকার ডাকলেই আমি ছুটে যাই তোর কাছে
আর তুই আলো হতে গিয়ে রাত্রির ওপার দেশে,
অমাবস্যার রাতে চাঁদনি ঘুমিয়ে যাওয়ার পর
আমার রাত কাটে নিদ্রাহীন চোখে;

চাঁদনি ভালোবেসে আমি চাঁদের দিকে তাকাই নি কখনো
আজকাল বড্ড চাঁদ দেখতে ইচ্ছে করে
ঘুমহীন অমাবস্যা রাতে,

কোথায় কমতি ছিল ভালোবাসায়?

আরেকবার সুযোগ পেলে শুধরে নিতাম আবার প্রথম থেকে
তারপর নিশ্চিন্ত ঘুমতাম তোর বুকে মাথা রেখে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন