রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

আমি, তুমি, তাহারা, তাহারা ও উহারা



আমি, তুমি, তাহারা, তাহারা ও উহারা
- যাযাবর জীবন


ভোরটা পাখিদের
কিচিমিচি ঠোঁটে ঠোঁটে
সকালটা কুয়াশার
শিশির শিশির
সূর্য সবার
লাল লাল রোদ;

আমারও পাখি হতে ইচ্ছে করে
ডানায় রোদ মাখিয়ে
একদিন ঠিক উড়ে যাব
মায়ার পালক ফেলে




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন