অবগাহনের রাত
- যাযাবর জীবন
আজ সন্ধ্যেবেলা সাগর পারে বসে
আকাশের সাথে অনেক কথা হচ্ছিল;
সুখের কথা, দুঃখের কথা
পছন্দের কথা, অপছন্দের কথা
ভালো লাগার কথা, ভালোবাসার কথা;
যখনই তোর কথা বলতে শুরু করলাম
আকাশ অন্ধকারে ছেয়ে গেল
আমার মন খারাপ টুপ করে সাগরে এক ফোঁটা লোনা জল বাড়িয়ে দিতেই
আকাশ আমায় চাঁদ এনে দিল
আমি জ্যোৎস্নায় ভেসে উঠতেই সাগরজলও ঝিলমিল করে হেসে উঠলো,
আকাশের সাথে না হয় আরেকদিন বাকি গল্পটুকু সেরে নেব;
আজ চাঁদনিতে অবগাহনের রাত
আয় ভালোবাসায় ডুবি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন