বিভাজন
- যাযাবর জীবন
রাস্তাটা চলে গিয়েছে দূর
অজানা বহুদূর,
আমাদের জীবনের রাস্তা
তোর আর আমার;
একটা সময় ছিল
রাস্তায় নামার আগেই রাস্তা ফুরিয়ে যেত হাসি-খেলায়
যখন পাশে থাকতি তুই,
আর এর ওর চোখ ফাঁকি দিয়ে
চোখের নিমিষে ফুরিয়ে যাওয়া আমাদের রেশন সময়;
এখন সেগুলো শুধুই স্মৃতির কাঁটা
আর সেসব কথা মনে হলেই রক্তাক্ত অনুভূতি
আর কোথায় যেন এক দমবন্ধ অনুভব;
ভালোই তো কাটছিল আমাদের সরল জীবন
সরল সময়ে সরল রাস্তায়,
হঠাৎ বাস্তবতা বিভেদ টেনে দিয়েছিল জীবনে,
অনেক গরল সময় পরে বক্রতা এসেছিল চলার পথে
ভাগ হয়েছিল রাস্তা দুটি দিকে,
পথের ও জীবনের;
আজ একার রাস্তাটা বড্ড লম্বা লাগে
আর তুই হীনা মনবন্ধ অনুভব;
আসলে রাস্তা, রাস্তার জায়গাতেই থাকে
বক্রতা যত আমাদের মনে
বিভক্তি মানুষের মাঝে
আর বিভাজন রাস্তার;
আমরা পথ মাড়াই
পথের,
জীবনের;
বাস্তবতা মেনে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন