মানুষের গল্প
- যাযাবর জীবন
তোমরা হাসির কথায় হাস
হো হো করে হাস,
দুঃখ পেলে কাঁদ
চিৎকার করে কাঁদ,
সেটা ঠিক আছে
সেটাই ঠিক;
ভালোবাসায় অভিমান
ভালোবাসায় ঘৃণা
ভালোবাসায় হাসি
ভালোবাসায় কান্না
সবই ঠিক আছে;
শুধু ঠিক নয় হেরে যাওয়া,
হারতে জন্ম হয় নি মানুষের;
জীবন সমান্তরাল নয়
খারাপ পরিস্থিতি আসতেই পারে জীবনে,
উঠে দাঁড়াও
রুখে দাঁড়াও,
পা না থাকলে হাতের ওপর
হাত না থাকলে মনের ওপর;
জীবন'কে স্বীকার করে নাও জীবনের মত
যখন যেভাবে যে অবস্থাতেই থাক,
এটাই জীবন
মানব জীবন;
আলোতে বাঁচ
অন্ধকারে নয়
বাঁচার মত বাঁচ
মানুষের মত বাঁচ;
হেরে যাওয়া মানুষের কোন গল্প নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন