রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

বন্ধন, ভালোবাসা ও ঘৃণার



বন্ধন, ভালোবাসা ও ঘৃণার
- যাযাবর জীবন


পরস্পরের গন্ধ চেনে স্বামী স্ত্রী
ভালোবাসা কিংবা ঘৃণায়;

যুগ যুগ এক বিছানায় থেকেও কোন কোন দম্পতির এক ঘৃণা দূরত্বে বাস
যোজন দূরত্বে থেকেও কোন কোন দম্পতির মনে ভালোবাসার সুবাস,
ভালোবাসা ও ঘৃণা দুটোরই ক্ষমতা তীব্র
কাছে টানার কিংবা দূরে সরার;

মন এক আজব ঘর,
মনই মানুষকে বাধ্য করে যোজন যোজন দূরত্বের কাওকে
পাগলের মত ভালোবাসতে,
আর পরিস্থিতি মানুষকে বাধ্য করে
বুকে তীব্র ঘৃণা নিয়ে একসাথে লেগে থাকতে;

সম্পর্ক হৃদয়ে হৃদয়ে,
কেও দাম্পত্য কাটায় এক বুক ভালোবাসায়
কেও দাম্পত্য মেনে নেয় এক বুক ঘৃণায়;
বন্ধন হৃদয়ের,
দাম্পত্য কেবল একটি নাম।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন