ভালোবাসার ফ্যানা
- যাযাবর জীবন
ভালোবাসার কথা আমরা কেও মুখে বলি নি,
না তুই
না আমি,
আমাদের মাঝে কি ভালোবাসা হয় নি?
আজকার চোখের দেখাতেই ইশারা
দু দিন চা পান তো তিন দিনে লাভ ইউ, লাভ ইউ মুখে ফ্যানা
চারদিনে উম্মা চুম্মা
সপ্তাহ যেতে না যেতেই বিছানা
তারপর মাসের শেষ না হতেই বিচ্ছেদ বেদনা,
আর বছর জুড়ে ভার্চুয়ালে চিৎকার - "ভালোবাসা ছলনা";
আরে বাবা, এত তাড়া কেন?
ভালোলাগা থেকে ভালোবাসায়
আর ভালোবাসা থেকে বিচ্ছেদে;
চিৎকার করে জানান না দিলে ভালোবাসার মানুষকে কি অন্য কেও নিয়ে যাবে?
মনে ভয় নিয়ে ভালো লাগা হয়, ভালোবাসা হয় না
ভালোবাসা শুধুই দুটি হৃদয়ের অনুভব,
কাছে কিংবা দূরে থেকে;
যুগ যুগ বিশ্বাসের সাথে পরস্পর ছুঁয়ে থাকার একান্ত সময়;
সে কি ভালোবাসা নয়?
মুখে না বললে কি ভালোবাসা হয় না?
কই? আমরা যে মুখে একবারও ভালোবাসি বলি নি
আমাদের মাঝে কি ভালোবাসা হয় নি?
তবে এখনো কিভাবে পরস্পরের হৃদয় ছুঁয়ে আছি?
ভালোবাসা! শুধুই হৃদয় অনুভব
যারা ভালোবাসে তারাই জানে,
আর বাকিরা হারানোর ভয়ে মুখে ফ্যানা তোলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন