রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

মনের সীমানা




মনের সীমানা
- যাযাবর জীবন


ওখানে ঐ দূরে
রাস্তার শেষ মাথায়
একচিলতে আলো দেখা যায়;
কোথাও না কোথাও রাস্তাটা শেষ হয়েছে
আমি কখনো শেষটা দেখি নি,
আমি হয়তো দৃষ্টি প্রতিবন্ধী
আচ্ছা! সমাপ্তিতে কি আছে?

ঐখানে ঐ সুদূরে
মনের শেষ সীমানায়
কেমন যেন ছায়া ছায়া অন্ধকার,
কোথাও না কোথাও তো আলো আছে
ভালোবাসা আছে
আমি ভালোবাসা বুঝি নি,
আমি বড্ড মন প্রতিবন্ধী
আচ্ছা! মনের শেষ সীমানায় কি আছে?

কারো সময়ের আগেই পথ ফুরিয়ে যায়
কারো পথের আগেই জীবন;
কে আছে আমার মনের সীমানায়?
ভালোবাসা বোঝে না মন প্রতিবন্ধী,
জীবনে কত কিছুই না অজানা রয়ে যায়!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন