ইট পাথরের নগরী
- যাযাবর জীবন
আড়মোড়া ভাংছে শহর
আড়মোড়া ভাংছে সূর্য
কি আছে এই ইট পাথরের নগরীতে?
তবুও ফিরে আসতেই হয় এখানে, জীবন সংগ্রামে;
মাঝে মাঝে যখন অসহ্য হয়ে যাই
কিছু সবুজ নিয়ে আসি
সবুজের বুক চিড়ে
মাঝে মাঝে কিছু নীল নিয়ে আসি
আকাশে উড়ে উড়ে, সাগরে ঘুরে ঘুরে
মাঝে মাঝে সোঁদা মাটির গন্ধ নিয়ে আসি
গ্রাম নদী ঘুরে ঘুরে, নিঃশ্বাস বুক ভরে;
তারপর আবার আমি পথর হয়ে যাই
ইট পাথরের নগরীতে;
তোমরা একে জীবন্ত শহর বলো
আমার কাছে মৃত নগরী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন