শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

ঘুমের থাকা ও না থাকা



ঘুমের থাকা ও না থাকা
- যাযাবর জীবন


একদিকে আমার সব আছে
সব, সব;
সূর্য আছে, আছে রৌদ্দুর
চাঁদ আছে, আছে জ্যোৎস্না
অমাবস্যা আছে, আছে তারার মেলা
ভালোবাসা আছে, সুখ আছে, দুঃখ আছে, আছে হাসি-কান্না
প্রতারণা আছে, ঘৃণা আছে, আছে স্বার্থ চারিধার
পাখি আছে আছে পাখির ডাক
পাহাড় আছে, সবুজ আছে
সাগর আছে, আছে নীল
রাত আছে, আর আছে ঘুটঘুটে অন্ধকার;

শুধু ঘুম নেই আমার চোখে
না দিনে, না রাতে;

চেষ্টা করছি, একদিন ঠিক ঘুমিয়ে যাব
একেবারে, অন্ধকারে;

অন্যদিকে আমার কিছু নেই
কিছুই নেই;
আকাশে সূর্য আছে কিন্তু রৌদ্দুর আমার নয়
রাতে চাঁদ আছে জ্যোৎস্না অন্য কারো
মেঘ থেকে বৃষ্টি ঝরে, ভেজে অন্য কেও
তোমাদের আছে ভালোবাসা , সুখ-দুঃখ, কান্না
আমি অনুভূতি শুন্য,
আকাশে পাখি ওড়ে, নীল ঝরে,
আকাশ কোথায় আমার চোখে?
সাগর, পাহাড়? ওগুলো অনেক দূরে;

আমার চোখে দিন নেই, রাত নেই
আর আমার চোখে ঘুম নেই;

কে জানে? হয়তো একদিন খুব ঘুমিয়ে যাব
একেবারে, অন্ধকারে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন