শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

আকাশের গল্প



আকাশের গল্প
- যাযাবর জীবন


গল্পটা ছিল আকাশের,
নীল আকাশের;
তোমরা তাকে যতটা নীল দেখ, আসলে সে ততটা নয়
তোমাদের মন যখন খুশিতে সূর্য হয়ে ওঠে
সূর্য যখন খুশিতে হেসে ওঠে
আকাশ তখন আকাশ নীলে মাতে
আকাশ নীল বোঝ? আকাশের মত নীল,
আকাশ পরিমাপের সাধ্য কি মানুষের?

মানুষের মনের সাথে সাথে আকাশ কিন্তু রঙ বদলে ফেলে
যখন তোমাদের মনে দুঃখগুলো উথলে ওঠে
আকাশ নিজেকে ঢেকে ফেলে মেঘের আড়ালে
তোমাদের সাথে সাথে আকাশ কাঁদে, বৃষ্টি হয়ে ঝরে;
যখন শেষ বিকেলে তোমাদের অনেক মনখারাপে হৃদপিণ্ড ক্ষয়
আকাশেরও তখন বড্ড মন খারাপ হয়
লাল দেখনি আকাশে? শেষ বিকেলে
হৃদপিণ্ডে কি থাকে? রক্ত কি লাল নয়?
মানুষের সাধ্য কি আকাশ পরিমাপের ?


তবে বেশীর ভাগ সময় আকাশ কিন্তু মন খারাপে কালোই হয়ে রয়,
সন্ধ্যায় টুপ করে সূর্যটা ডুবে গেলেই
মানুষগুলো ধীরে ধীরে অমানুষ হয়ে ওঠে
রিপুগুলো সব তাদের চোখেমুখে ফুটে
মানুষের কালোতে ছেয়ে থাকে আকাশ
আকাশ দুঃখ পায়, কষ্ট পায়, রঙ হারায়
মানুষ আর অমানুষের পার্থক্য তার চোখে লেগে রয়
আর মানুষের ময়লাগুলো ঢেকে দিতে আকাশ রাত্রি হয়,
পাপগুলো তো কালোই, তাই না!
নীল আকাশ অন্ধকার কালো হয়;
আকাশ বোঝার সাধ্য কি মানুষের?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন