একার রাস্তা
- যাযাবর জীবন
ঐ যে রাস্তাটা দেখছিস!
একসময় ছিল আমাদের স্বপ্নের রাস্তা
আজ রাস্তাটা আমার একার;
এখানে এখন কোন প্রেম নেই
কোন ভালোবাসা নেই
কোন অনুভূতি নেই
এটা এখন শুধুমাত্র একটা রাস্তা
আমারই মত একা;
হাতে হাত রাখার কেও থাকলে রাস্তা হয় দুজনার
ভালোবাসার
পথ চলার,
এক সময় তুই ছিলি
আকাশ ছিল নীল
রাস্তা ছিল রঙিন
আর বাতাসে সতেজ অনুভূতি,
আজ রাস্তাটা দেখ
বড্ড ম্যাড়ম্যড়ে
বিষণ্ণ
একা;
জীবন তো রাস্তাই
তাই না
কখনো দুজনার
কখনো সবার
কখনো একার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন