রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

স্পর্শ কথা বলে




স্পর্শ কথা বলে
- যাযাবর জীবন


স্পর্শগুলো বড্ড অদ্ভুত
স্পর্শগুলোর আলাদা আলাদা ভাষা আছে
স্পর্শগুলো কথা বলে, স্পর্শে স্পর্শে;

এক এক জনের স্পর্শ এক এক রকম
স্পর্শগুলোকে কিন্তু আলাদা করা যায়
কারো স্পর্শ স্নেহের, কারো মমতার, কারো বা ভালোবাসার
তোর স্পর্শে শুধুই আদর;

কারো কারো স্পর্শে কামভাব প্রবল
আচ্ছা! শরীর কি শুধুই শরীরের জন্য?
মন স্পর্শ না করে শরীর স্পর্শ করলে পাপ হয় না?
গা ঘিনঘিন করে উঠে না?
কেও কেও তো মন স্পর্শই করতে চায় না;

কারো কারো চোখই মন স্পর্শ করে নেয়
কারো কারো চোখ মমতার কথা বলে দেয়
কারো কারো চোখের স্পর্শ ভালোবাসার টানে
আবার কিছু কিছু চোখ শুধুই শরীর ছানে,

শরীরে শরীর ছানাও কিন্তু স্পর্শ হয়
ভালোবাসা কাম নয়
আচ্ছা! কুকুরের মধ্যে কি ভালোবাসা হয়?
নাকি শুধুই ভাদ্রে ভাদ্রে শরীর শরীরে লেগে রয়?

জানিস! মাঝে মাঝে খুব ইচ্ছে করে তোর স্পর্শ পেতে
তোর চোখে, চোখ হারাতে
বুকের ভেতর জড়িয়ে নিতে,
যখন তোকে খুব বেশী কাছে পেতে ইচ্ছে হয়
আমি জ্যোৎস্নার স্পর্শ মেখে নেই সারা গায়ে
তারপর চোখ বন্ধ করি মন ভেবে তোর বুকে
আর জুঁই এর সুবাস জড়িয়ে থাকে আমায় সারারাত ধরে
তোকে ভেবে চোখ ঘুমিয়ে গেলে গভীর অন্ধকারে;

তোর একটু স্পর্শই আমার পুরোটা পৃথিবী
কবে একটু স্পর্শ দিবি?









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন