শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

আকাশের ভালোবাসা



আকাশের ভালোবাসা
- যাযাবর জীবন


তোকে ভালোবাসি
সেটা আমার সমস্যা
কতটা ভালোবাসি?
না হয় নাই হলো তোর জানা;

চাঁদ আলো দেয়
আলো দেয় তারা
আমার ভালোবাসা?
সে তো সূর্যের পেছনে, খুব সযতনে,
সূর্যের দিকে কি আর তাকিয়ে থাকা যায়?
তবে ভালোবাসা দেখবি কি করে?
তারচেয়ে তুই চাঁদনি হয়ে থাক চাঁদের রাতে,
আমি কোথাও না কোথাও থাকব, ভালোবাসা হয়ে;

চাঁদ, তারা, সূর্য
আর নীল, ধুসর, কালো
আকাশ বুকে ধরে সবাইকে,
ভালোবেসে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন