রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

মনের রঙ



মনের রঙ
- যাযাবর জীবন


আলো রঙ বদলায় প্রহরে প্রহরে
রঙ বদলায় সূর্য
রঙ বদল প্রকৃতির
রঙ বদল মনের;

মাঠ দেখেছ?
ঘাসের মাঠ
ধানের মাঠ
যবের আর ভুট্টার মাঠ;

শস্যের ক্ষেত তো দেখেছই তোমরা
ঢেঁড়স, পটল, মরিচের ক্ষেত
লাউ, কুমড়ো, শসার মাচা
সবুজের রঙ তো দেখেছই তোমরা;

সবুজের কত বাহার হতে পারে দেখেছ কি তোমরা?
ধানের শীষ সবুজ
লাউ কুমড়ো পটল সবুজ
সবুজ যব ভুট্টার ক্ষেত,
অথচ দেখ! ধান পাকলেই সোনা রঙ
যব আর ভুট্টা পাকলেই সোনা
কত সহজেই না সবুজ বদলে যায় সোনালীতে
সূর্য বদলায় রূপালী হয়ে সাদায়
বিকেল বেলাটা দেখ! সূর্যটা আবার লাল হয়ে হয়ে ধুসর
তারপর একদম অন্ধকার;

জ্যোৎস্নার রঙ চেন?
কেও বলে হলদেটে
কেও বলে ম্যাড়ম্যাড়ে
আমি বলি সোনালু;

আচ্ছা! বল তো মনের রঙ কি?
লোকে বলে মন নাকি রঙধনু!
কি জানি! হতেও পারে;
দাঁড়াও, আয়নায় দেখে নি,
ওহে আমারটা তো দেখি অন্ধকার
এখানে কোথাও নেই লাল সবুজের বাহার
তবে কি মন কালো? নাকি আমিই অন্ধকার!






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন