বুধবার, ১০ অক্টোবর, ২০১৮

আবরণ




আবরণ
- যাযাবর জীবন


আজকাল নতুন ফ্যাশনে মেতেছিস তুই,
হিজাবের আবরণে জড়িয়ে রাখিস নিজেকে;
কেন রে?
আমার থেকে নিজেকে লুকোতে?

প্রেম লুকোতে পেরেছিস আবরণে?

কই আর পারলি বল!
ঐ তো প্রেম পড়ে নিচ্ছি তোর চোখে
গড়গড় করে;

ভালোবাসা লুকোতে পেরেছিল কে, কবে?

জানিস!
তোর নেকাবে জড়ানো ঠোঁট আমায় আরও বেশি মাতাল করে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন