মানুষ কোথায়?
- যাযাবর জীবন
ভার্চুয়াল!
বড্ড আজব এক জগৎ
কি নেই এখানে?
এখানে কোথাও কোন ঘর নেই
নেই ঘরের অবকাঠামো
নেই দরজা, জানালা
নেই মাথার ওপর ছাঁদ
অথচ এখানে লক্ষ কোটি মানুষের বাস
এখানে দিন নেই
রাত নেই
অন্ধকার নেই
নেই আলো
অথচ সবাই নাকি আলোকিত
এখানে সূর্য নেই
নেই চাঁদ তারা
নেই অমাবস্যা
নেই জ্যোৎস্না
এখানে খোলা আকাশই নেই তবুও নাকি সবার মনখোলা
এখানে প্রতিদিন লক্ষ কোটি মানুষের সাথে কথা হয়, পরিচয় ছাড়া
এখানে প্রতিদিন নতুন নতুন পরিচয়, না দেখেই;
এখানে প্রেম হয়
ভালোবাসা হয় স্পর্শ ছাড়া,
বিচ্ছেদ হয়
বিরহ হয় কান্না ছাড়া,
এখানে জ্যোৎস্না-বিলাস হয়, চাঁদ ছাড়া
কান্না-বিলাস হয়, বৃষ্টি ছাড়া
এখানে প্রতিদিন মন মন খুশি ওড়ে অথচ হাওয়া নেই কোথাও
এখানে টন টন দুঃখ পোড়ে আগুন ছাড়াই
এখানে কারণ ছাড়াই পরিচয় কারণ ছাড়াই ছাড়াছাড়ি
অনুভূতি?
হ্যাঁ! সে তো আছেই;
এখানে সবকিছু আছে,
সব, সব;
হাসি আনন্দ দুঃখ বেদনা
প্রেম প্রীতি বিচ্ছেদ ভালোবাসা
কাম ক্রোধ লোভ লালসা
টাকা স্বার্থ সম্পর্ক ছলনা
স্পর্শের অতীত সব আছে এখানে;
এটা ভার্চুয়াল, বড্ড আজব জগৎ
এখানে কোটি কোটি মানুষ আছে অথচ রক্তমাংসের কোন মানুষ নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন