রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

একদিনের কথা ও জীবন বদল



একদিনের কথা ও জীবন বদল
- যাযাবর জীবন


তুই ভোরের সূর্য, প্রখর আলো
আমি সূর্যাস্ত, অন্ধকার কালো
মাঝে পুরো একটি দিন ;

এক দিনে কত কিছুই না ঘটে যায়!
কত কত জন্ম
কত কত মৃত্যু
নদীতে কত স্রোত বয়ে যায়
জীবনে কত নতুন সম্পর্ক
কত মন ভালোবাসায়
কত প্রেম বেদনায়;

তোর মনে নতুন মানুষ নতুন দিনে
খণ্ড খণ্ড ভালোবাসার মেঘ, আজ তোর মনে
আর ত্রিখন্ডিত তুই ত্রিভুজ প্রেমে
তুই সূর্যোদয় প্রতিদিন, নতুন নতুন রঙে
সূর্যাস্তে কি আর রঙ থাকে রে?
আমি তো প্রতিদিনই অন্ধকার, শুধুই তোতে;

তুই ভুল করে ভালোবেসেছিলি আমায়
আবার ভুল করছিস ত্রিভুজ প্রেমে,
আমি তো ভুল করে ভালোবাসি নি তোকে
তবে এখন কেন ভুলে যাব রে ভুল করে?

অন্ধকারের রঙ বদলের প্রয়োজন হয় না
সূর্যের রঙ বদল প্রহরে প্রহরে,
আমি না হয় কালোই রইলাম
তোকে ভালোবেসে অন্ধকারে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন