নদী ফেরায় না
- যাযাবর জীবন
নদী ফেরায় না কাওকে
হয় ভাসিয়ে নেয়
কিংবা ডুবিয়ে দেয়,
স্রোত গুনেছে কে, কবে?
অনেক ভেসেছি আমি নদীতে
আর তুই কান্নার জলে,
বার বার ডুবতে চেয়ে তোতে
ডুবেছি অশ্রু নদীতে;
আচ্ছা! জ্যোৎস্নায় ভেসেছিস কখনো?
ঐ দেখ, জ্যোৎস্না ভাংছে স্রোতে
আর টুকরো টুকরো সহস্র ঝিঁঝিঁ
পরোটা নদীপথ ধরে;
চাঁদটা টুপ করে ডুবে যাবার আগে
একবার বল ভালোবাসি
তারপর চল ডুবে যাই জলে
দুজন দুজনার অতলে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন