ব্যর্থতা
- যাযাবর জীবন
আপনজন মানেই তো আপন
তাই না?
আপনজন কি হিসাব করে?
উঁহু! হিসাব কষে স্বার্থ,
আমি তোমার জন্য এই করেছি ঐ করেছি
তথাকথিত আপনজনদের মুখে নিত্যই শুনি;
আমি মুচকি হেসে বলি, আমি ধন্য, আপ্লুত;
বিনিময়ে কি করতে পারি?
বেশির ভাগের উত্তর, অর্থ সংশ্লিষ্ট
বাকিদের অন্য কোন স্বার্থ
চুপ করে থাকে নি বাছারা কেও;
সম্পর্কের মাঝে আজকাল কোথাও না কোথাও বিনিময় জড়িয়ে আছেই,
রক্তের সম্পর্কের মাঝে তো শতভাগ
বন্ধুত্ব ও আত্মীয়তার মাঝে বেশিরভাগ;
তবে কি সম্পর্ক মানেই বিনিময়
সম্পর্ক মানেই স্বার্থ?
ভালোবাসার সম্পর্ক
মনের টান
নিখাদ বন্ধুত্ব,
কোথায় এগুলো?
আছে, খুব দুর্লভ
তবে একটা দুটো খুঁজে পাই
আমার জীবন খাতায়,
আর ছাপা আছে ডিকশনারির পাতায়;
আমিই আজ পর্যন্ত কাওকে বলতে পারি নি
তোমার জন্য এই করেছি, ঐ করেছি
তবে কি আমি কারো আপনজন হতে পারি নি?
এ ব্যর্থতার দায়ভার আমারই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন