রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

কলুষিত ভাবনা




কলুষিত ভাবনা
- যাযাবর জীবন


মাঝে মাঝে তোকে দেখলেই বড্ড অন্যরকম অনুভব
মাঝে মাঝে তোকে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে
মাঝে মাঝে তোকে দেখলেই চুমু খেতে ইচ্ছে করে
প্রগলভতার স্থান তো ভালোবাসায়?
মন কি তবে ভালোবাসে তোকে?
মনের অজান্তে।

আজকাল মন খুলি না, মনের সামনে
যদি ভালোবাসায় কামের উদ্রেক হয়?
যদি প্রেম কলুষিত হয়!
তবে মন বোঝাব কি দিয়ে?

আমি দূরত্ব তৈরি হতে দেব না
তোর আর আমার মাঝে,
সম্পর্কে শরীর নিয়ে এসে;

থাকুক না কিছু অনুভব শুধুই মনে মনে;

এই যাহ্‌!
দিলাম তো কলুষিত ভাবনাগুলো খুলে খুলে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন