রক্তচাপ
- যাযাবর জীবন
জীবন চলছে চাপে চাপে
কখনো তোর কারণে রক্তে উচ্চচাপ
কখনো মনে মনখারাপের নিম্নচাপ;
যখন তোর প্রেম চাপে
আদরে জড়িয়ে ধরিস
আর চুমুতে চুমুতে দমবন্ধ নাভিশ্বাস;
যখন তোর অভিমান চাপে
চোখ তোর লাল শিমূল
আর মেঘের ঘরে কান্না ঝরে,
যখন তোর রাগ চাপে
আমি তাকাই না তোর দিকে
চোখে তোর আগুন ঝরে,
তোর উপর কিছু চেপে বসলেই আমি ভীত হই
আর রক্তে আমার উচ্চচাপ,
আমার জন্য তাও ভালো রে
ভালোবাসা, অভিমানে জড়িয়ে থাক;
যখনই তোকে কাছে পাই না
যখন তুই অনেক দূরে
আমার বড্ড মন খারাপ আর মনের ভেতর নিম্নচাপ,
নিম্নচাপে বড্ড ঝড় হয় রে
ঝুমঝুমান্তি বৃষ্টি হয়
প্লাবন ডাকে চোখে;
তার থেকে তুই থাক, হয়ে আমার রক্তচাপ
তবুও আমার হয়ে থাক
ভালোবাসায় জড়িয়ে রাখ
আদরে সোহাগে জড়িয়ে থাক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন