বাণিজ্য
- যাযাবর জীবন
উড়তে চাইতেই তুই আমায় আকাশ দিলি
আমি সারা গায়ে নীল মাখলাম,
ভাসতে চাইতেই তুই আমায় সাগর দিলি
আমি নীলে বিলীন হলাম
ডুবতে চাইতেই তুই তোকে দিলি
আমি অন্ধকার হলাম;
ভালোবাসায় সব দিয়ে দিতে নেই
আমার গ্রহণ করার ক্ষমতা সীমিত,
তুই শুধু দিয়েই গেলি
আমি শুধু নিয়েই গেলাম
সব দিয়েও তুই কান্না পেলি
সব পেয়েও আমি শুন্য হলাম;
ভালোবাসাও তো আসলে বিনিময় রে
আমি তো পুরো বাণিজ্য পেলাম;
আমাদের মাঝে ভালোবাসা হয়েছিল কি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন