শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

ঘুমঘোরে স্বপ্নচোখে




ঘুমঘোরে স্বপ্নচোখে
- যাযাবর জীবন


ভালো আছি পাখি
ভালো আছি রাত
ভালো আছি তারা
ভালো আছি চাঁদ
তোর কেন মন ভালো নেই?

ভালো আছি ঘুম
ভালো আছি স্বপ্ন
ভালো আছি মন
ভালো আছি প্রেম
তোর কেন মন ভালো নেই?

দেখিস, একদিন ঠিক আমরা চুমু খাব
মন ভরিয়ে
সেদিন তোর মন ভালো হয়ে যাবে
চোখে ঘুম জড়িয়ে

আজ না হয় চাঁদ বাতিটা জ্বলুক আকাশে
তুই নিরাভরণ হ, চাঁদনি ভেজা হয়ে
আমি স্বপ্ন চোখে তাকিয়ে দেখব তোকে
তোর নেশায় বুঁদ হয়ে

স্বপ্নটা ভেঙে গেলেই তুই মিলিয়ে যাবি আকাশে
আমি গভীর ঘুমে;

ভালো আছি পাখি আমি
ভালো আছি চাঁদ
ঘুমঘোরে ডাকছে আমায় মোহময়ী রাত।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন