ওলোটপালট
- যাযাবর জীবন
এক মুহূর্ত ভালো লাগার
একটা মুহূর্ত ভালোবাসার;
ভালো লাগা বদলে যায় এক মুহূর্তেই
কারণে আর অকারণে;
ভালোবাসা কি আর সহজে বদলায়?
ভালোবাসা বদলাতে অনেক সময় লাগে
ভালোবাসা বদলাতে শুরু করে একটু একটু করে
অনেক সময় ধরে, অনেক অনেক কারণ পরে;
ভালো লাগা ও না লাগার মাঝে পার্থক্য এক মুহূর্ত
ভালোবাসা ও না বাসার মাঝে পার্থক্য সম্পর্ক;
এক মুহূর্তের ভালো লাগা আর না লাগায় কি এসে যায়!
এক মুহূর্তের ভালোবাসায় একটা পুরো জীবন ওলোটপালট হয়ে যায়
ভালোবাসাবাসির একটা মুহূর্ত একটা জীবন হয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন