শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

আমার কি হবে?



আমার কি হবে?
- যাযাবর জীবন


জীবনের কিছু কিছু মোড় আসে
মানুষ নিজেতে হারিয়ে যায়
কিংবা অন্ধকারে,
নিজের অজান্তেই;

খুব বুদ্ধিমান মানুষগুলো হঠাৎ করেই বোকার মত আচরণ করতে থাকে
বোকা মানুষগুলো হুট করেই চালাক সেজে বসে
ভালোমানুষগুলোর চরিত্রের অন্ধকার দিকগুলো সহসাই সবার সামনে ফুটে ওঠে
খারাপ মানুষগুলো হাঠাৎই ফেরেশতা আচরণে মাতে;

আমি তো মানুষের পর্যায়েই পরি না
আমার কি হবে?
শুধু শুধু মানুষের মনে কষ্ট দেয়ার থেকে একবারে বোবা হয়ে থাকাই শ্রেয়,
প্রাত্যহিক জীবনে কিংবা ভারচুয়ালে;

আজকাল নাকি বোবার শত্রু বেশী;
আমার কি হবে?





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন