রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

ঝুমঝুম ঝুমঝুম ভেজা রাত



ঝুমঝুম ঝুমঝুম ভেজা রাত
- যাযাবর জীবন


অন্ধকার রাতে নিয়নবাতিগুলো জ্বলছে ঠিকই
রাস্তা আলো করে,
তবুও কখনো কখনো নিয়নের আলো বড্ড ঝাপসা লাগে
ভেজা কাঁচে
কিংবা ঝুম বৃষ্টিতে,
দৃষ্টিভ্রমের মত;

খোলা চোখে তো সবই ফকফকা দেখা যায়,
তবুও কখনো কখনো কেন যে ঝাপসা দেখি তোকে?
যখনই তুই মন-আয়নার ওপাশে
আর বৃষ্টিভেজা রাতে;

এই যে বৃষ্টি ঝুমঝুম রাত
আর অঝোর বৃষ্টিপাত,
কোথায় যেন বিষাদের গান বাজছে করুণ সুরে
ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টির তালে তালে,
জানালার ফাঁক গলে হাত বাড়িয়ে আঁজলা পেতে কিছু বৃষ্টি ধরি
চোখে জলের ঝাঁপটা দেই,
দৃষ্টিতে স্বচ্ছতা এলো কি?
কই? এখনো বড্ড ঝাপসা তোর মুখ
ঝাপসা নিয়ন বাতি,
আর ঝুমঝুম ঝুমঝুম অঝোর বৃষ্টি;

তবে কি জলের ভেতরই তুই আমার দৃষ্টিভ্রম?
চোখের জল
বৃষ্টির জল
নদী বা সাগরের জল
কি এসে যায়?

এমনি কোন এক ঝুমঝুম ভিজে যাওয়া রাতে
যদি হুট করে চলে আসিস বৃষ্টি ভেদ করে,
সোঁদা মাটির গন্ধ নেব তোর বুকের ঘ্রাণে
তারপর না হয় আমিই বৃষ্টি হব, তোর উঠোনে।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন