মুখোশের ভেতরের আমি
- যাযাবর জীবন
আজকাল প্রায়ই হারিয়ে যেতে ইচ্ছে করে
সূর্যের প্রখর রোদে কি আর হারানো যায়?
চারিদিকে চেনা চোখ
কোথাও না কোথাও কারো না কারো চোখে পড়ে যেতেই হয়
হারানো হয় না মানুষের ভিড়ে;
ভাগ্যিস একটা মুখোশ আছে
যখন ইচ্ছে হারিয়ে যাই মুখোশের আড়ালে;
কোথায় আজ আমি?
গুটিয়ে নিয়েছি নিজেতে নিজে;
আজকাল বড্ড জানতে ইচ্ছে করে নিজেকে নিজে
আয়না তো চেহারা দেখায়
আমি মন দেখতে চাই,
মন পড়ার আয়না কোথায়?
মুখোশের ভেতর কি আর মন পড়া যায়?
মুখোশের আড়ালে মন গুঁটিয়ে রাখতে রাখতে
মনটাই হারিয়ে গিয়েছে কোথায়!
আমি কে?
মুখোশের আড়ালে টাইপ করা কিছু শব্দাবলী,
কখনো হাসি, কখনো কাঁদি;
ভাগ্যিস মুখোশ আড়াল করে রাখে আমায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন