শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

জ্যোৎস্নার চাদর




জ্যোৎস্নার চাদর
- যাযাবর জীবন


তুমি ছলনায় ভাসাও নারী
আমি ডুবতে থাকি অতলে
ভালোবাসার যন্ত্রণা
ভালোবাসাই বুঝতে পারে;

অন্ধকার কোথায়?
রাতের চাদরে;
ছলনাময়ী চাঁদ দেখায় দিনে
আমি জ্যোৎস্নার অন্ধকারে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন