বুধবার, ১০ অক্টোবর, ২০১৮

অনুভূতিশুন্য



অনুভূতিশুন্য
- যাযাবর জীবন


কাওকে কাওকে ভালো লাগার কোন কারণ লাগে না
কারণ লাগে না ভালোবাসার,
অনেক পেয়েছি ভালোবাসা, মানুষ থেকে
কারণে আর অকারণে

মাঝে মাঝে নিজেই খুব আশ্চর্য হয়ে যাই
মানুষের অযাচিত ভালোবাসা পেয়ে;
আশেপাশের মানুষগুলো কেন এত ভালো?
কই?
আমি তো ভালোবাসতে পারলাম না কাওকে,
তবে কি আমি মানুষ নই?

অপছন্দ করার অবশ্যই কোন না কোন কারণ লাগে
কারণ লাগে ঘৃণার,
হুট হাট মানুষের চোখে ঘৃণা দেখি, খুব সহসাই
কারণে আর অকারণে

মাঝে মাঝে খুব আশ্চর্য হয়ে যাই
আশেপাশের মানুষের চোখে ঘৃণা দেখে
আমি কি এতই খারাপ?
কই?
আমি তো ঘৃণা করতে পারলাম না কাওকে,
তবে কি আমি মানুষ নই?

কি জানি?
আমি বোধহয় বোধবুদ্ধিহীন
অনেকটাই হয়তো অনুভূতিশুন্য,
তবুও কি জানি কেন খুব সহজেই
ভালোবাসা ও ঘৃণাগুলো পড়ে ফেলি
মানুষের চোখে,
ধ্যাত! পাথরের চোখেও দেখি জল আসে
কারণে আর অকারণে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন