শরীরীয়
- যাযাবর জীবন
শরীর তো শরীরই,
সাদা কালো
মোটা চিকন
লম্বা খাটো
মাংসের দলা
কিংবা মাটির,
তবুও সবকিছু এই শরীর ঘিরেই
শরীরবৄত্তিক
শরীরীয়;
টাকা পয়সা
সহায় সম্পত্তি
অর্থ বিত্ত,
আশা আকাঙ্ক্ষা
কামনা বাসনা
ভোগ লালসা
রিপুর তাড়না,
সব কিছুই শরীর ঘিরে
সব কিছুই শরীরীয়;
শরীর?
এই আছে, এই নাই
নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথেই মাটি;
তবুও নিত্য রেষারেষি, হানাহানি
হিংসা বিদ্বেষ, তুচ্ছ অহংকার
আর রিপুর কাছে মাথা নত
ক্রমাগত, ক্রমাগত;
কি আছে রে, এই শরীরে?
ঐ যে পড়ে আছে শব
একদিন শরীরই ছিল সব;
নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথেই
এক নিমিষে মাটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন