খোলা আর বন্ধ চোখ
- যাযাবর জীবন
তীব্র মোহ শুধু আনন্দের কথা বলে
তীব্র উল্লাস জীবনের থরে থরে
এই যে সকাল সন্ধ্যা রাত
আর সূর্য তারা চাঁদ
এই যে সাদা সাদা মেঘ আর কাশ
আর রঙ বেরঙের শরতের আকাশ
সবই জীবনের কথা বলে,
রঙ খেলে না বন্ধ চোখে
শরত খেলে না পাথর মনে।
চোখ খোলা আর বন্ধের মাঝে ঘুমের বাস
চোখ খোলা আর বন্ধের মাঝে মৃত্যু বাস করে,
মৃত্যু দেখেছ কি চোখ খোলা রেখে?
আমার চোখে তাকাও
হ্যাঁ, আমার চোখে;
কেও কেও জীবন দেখে পাথর চোখে
ভাবালুতার স্থান নেই সে চোখে
নেই জীবনের উল্লাস
নেই অনুভূতির উত্তাপ,
ভালো করে তাকিয়ে দেখ
আমার চোখে কোন জীবন নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন