নিস্তব্ধতা
- যাযাবর জীবন
কখনো কখনো সময় চুপ
কখনো কখনো আমি,
কখনো কখনো কিছু লিখতে ইচ্ছে করে না
কখনো কখনো নৈঃশব্দ্যতাই কবিতা
এই যে চড়া রোদ
এই যে অসহ্য গরম
আর ঘামক্লান্ত দেহ
খুব ভালো করে তাকিয়ে দেখ
রোদে পুড়ছে কিছু কবিতা
দুপুর রোদের একটা অন্যরকম নেশা আছে
তপ্ত রোদে গা ঝিমঝিম
ছেঁড়া স্যান্ডেলের নিচে পিচ-গলা রাস্তা
নেশাগ্রস্ত রোদে আমি হাঁটছি পা টেনে টেনে
মাথাটা বড্ড ফাঁকা ফাঁকা
আর পিচে গলছে কবিতা
এখানে এই দুপুর রোদে
তোর আর আমার অনেকগুলো গল্প ছিল,
প্রেমের ও বিচ্ছেদের;
আজ শুধুই নিস্তব্ধতা
আর নৈঃশব্দ্যতার কবিতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন