বুধবার, ১১ মার্চ, ২০২০

সময় বাড়ছে? নাকি কমছে?



সময় বাড়ছে? নাকি কমছে?
- যাযাবর জীবন


জীবন বুঝতে বুঝতে আর আমায় বোঝা হলো না
জীবিকা খুঁজতে খুঁজতে আর আমায় খোঁজা হলো না,

একদিন খুব হঠাৎ করেই মরণ ডাক দিয়ে বলবে, চল;

আজ
কাল
কিংবা পরশু;

টিক টিক টিক টিক

সময় বাড়ছে?
নাকি কমছে?

- ০৫ মার্চ ২০২০



ছায়া ফেলে যায় মনে



ছায়া ফেলে যায় মনে
- যাযাবর জীবন


কেও একজন আছে
মনের খুব কাছে
দিনে ঘুমায়
রাতে কাছে আসে
ভালোবাসে,
তারপর আবার মন মাড়িয়ে হেঁটে যায়

দূরে
ঐ দূরে
বহুদূরে
অন্ধকারে মিলায়...............

কে সে?

না না
তুমি না
অন্য কেও

ও না
অন্য কেও

সে ও না
অন্য কেও

অন্য একটা অনুভব
অন্য একটা অনুভূতি
হয়তো একটা মোহ
হয়তো মায়া
একটা চোখের দৃষ্টিভ্রম
কিংবা হয়তো মনের মনভ্রম

ঐ যে দূরে হেঁটে যায়
দূরে
বহু বহুদূরে অন্ধকারে মিলায়...............

শুধু একটু ছায়া ফেলে যায়;
মনে।


- ০৪ মার্চ ২০২০



অনুভূতিতে রয়ে যাবি শুধু তুই



অনুভূতিতে রয়ে যাবি শুধু তুই
- যাযাবর জীবন


কলমে কত হাবিজাবিই তো লেখা হয়
কলমে কত কত কালি ক্ষয়
কলমে কতভাবেই না তোকে আঁকি
আর কলমে ভালোবাসার বিনিময়

কলমে কত কত কবিতা
আর কত কত গান!
কাগজে কলমের শুধুই আঁক
কোথায় ভালোবাসার পরিণাম?

কলমে কত কত লেখা
কত কত কাগজের অপচয়
কলমে শুধুই কলমের অনুভূতি
কলম কি আর ভালোবাসার পরিচয়?

কলমে কালি থাকলেই শুধু
কাগজে হিবিজিবি ভালোবাসার আঁক
মন শুকিয়ে গেলে কোথায় আর
মনে ভালোবাসার দাগ?

কলমে তোকে আঁকতে আঁকতে
কত কবিতাই যে এঁকেছি!
শুধু কলমই জানে মনের অনুভূতি
কতটা ভালো তোকে বেসেছি

একদিন হয়তো কলমে কালি ফুরিয়ে যাবে
হয়তো কাগজে কবিতা হবে বন্ধ
আরে বোকা, ভালোবাসা ফুরোয় কি?
কেন রে মন তোর অন্ধ?

কলম কতভাবেই তোকে আঁকে মনের কবিতায়
অথচ কাগজে আমি কখনই কবি নই
কালি ফুরিয়ে গেলে কলম থেমে যেতে পারে
তবুও মন খুঁড়ে খুঁড়ে অনুভূতিতে রয়ে যাবি শুধু তুই


- ০৩ মার্চ ২০২০





তোকে ছুঁয়ে ছুঁয়ে মন



তোকে ছুঁয়ে ছুঁয়ে মন
- যাযাবর জীবন


তোকে ছুঁয়ে দিতেই ভালোবাসা
তোকে ছুঁয়ে ছুঁয়ে মন
দূরত্বে যখনই তুই
তোকে ছুঁতে চায় মন

স্পর্শের কাছে না থেকেও
হৃদয়ের খুব কাছে তুই সারাক্ষণ
মাত্র এক ছোঁয়া দূরত্বটুকুতেই তোকে
অনেক দূরে মনে হয় মন

মাত্র স্পর্শের দূরত্বে ভালোবাসা
অথচ স্পর্শের কাছে নেই তুই এখন
একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে
তোকে ছুঁয়ে ছুঁয়ে মন


- ২২ ফেব্রুয়ারি ২০২০
ব্যাংকক, থাইল্যান্ড




কাঁদবে কি কেও?



কাঁদবে কি কেও?
- যাযাবর জীবন


এই যে সূর্যটা ডুবে যাচ্ছে!
এমনি করে একদিন আমিও ডুবে যাব;

লাল হবে কারো বুকের আকাশ
হবে ক্ষরণ
জল হবে লবণ;

কাঁদবে কি কেও?


- ১৬ ফেব্রুয়ারি ২০২০
জমটিং বীচ, পাতাইয়া; থাইল্যান্ড




ভালোবাসা ক্ষরণ ঝরায়




ভালোবাসা ক্ষরণ ঝরায়
- যাযাবর জীবন


আকাশটা দেখেছিস?
লাল কিন্তু আমি ছড়াই নি;

ভালোবাসা তো ক্ষরণ ঝরায়ই
তাই না?


- ১৬ ফেব্রুয়ারি ২০২০
জমটিং বীচ, পাতাইয়া; থাইল্যান্ড





নীল খুঁজে নেব তীরে



নীল খুঁজে নেব তীরে
- যাযাবর জীবন


একদিন আমিও হারিয়ে যাব দূরে
একদিন আমিও হারিয়ে যাব নীলে
দেখব না পেছন ফিরে কখনো
কতটা নীল ফেলে যাচ্ছি তীরে......

একদিন আমিও হারিয়ে যাব দূরে
একদিন আমিও হারিয়ে যাব নীলে
হয়তো তোকে খুঁজতে খুঁজতে
নীল খুঁজে নেব তীরে.....


- ১৬ ফেব্রুয়ারি ২০২০
ক্রাবি, থাইল্যান্ড



কত নীল তীরে?



কত নীল তীরে?
- যাযাবর জীবন


ঐ যে হারিয়ে যাচ্ছিস দূরে
ঐ যে মিলিয়ে যাচ্ছিস নীলে
পেছন ফিরে দেখেছিস কখনো?
কতটা নীল ফেলে যাচ্ছিস তীরে......


- ১৫ ফেব্রুয়ারি ২০২০
ক্রাবি, থাইল্যান্ড



আগুন নিয়ে খেলা




আগুন নিয়ে খেলা
- যাযাবর জীবন


কেও আগুন নিয়ে খেলে
কেও ভালোবাসা নিয়ে

ভালোবাসা তো আগুনই
তাই না?

আমায় নিয়ে খেলতে তোর বড্ড ভালো লাগে,
তাই না?


- ১৫ ফেব্রুয়ারি ২০২০
ক্রাবি, থাইল্যান্ড





একটা তুই, আমি তোতে



একটা তুই, আমি তোতে
- যাযাবর জীবন


একটা তুই, আমি তোতে
একটা আমি, তোতে তোতে
একটা তুই, অনেক ভালোবাসায়
একটা আমি, তোতে হারায়
একটা তুই, আমার তুই
ভালোবাসা আর ভালোবাসায়.....

চল, আকাশে উড়ি
নীল নীলে
চল, সাগরে ডুবি
নীলে নীলে
আমি তো ক্রমাগত তোতেই ডুবে আছি
একবার তুইও আমাতে ডুব দে
ভালোবাসায় ভালোবেসে.....


- ১৪ ফেব্রুয়ারি ২০২০
ক্রাবি, থাইল্যান্ড





পোড়া অনুভব





পোড়া অনুভব
- যাযাবর জীবন


কত কতদিন পর দেখা হলো বলতো!

একটুও বদলাসনি তুই,
সেই একই ঘাড় বেয়ে কোমরে পড়া রেশমের মত ঘনকালো চুলের রাশি
সেই ভাসা ভাসা জল ভেজা বড় বড় দু-চোখ, যেন এখনি টুপ করে কান্না ঝরে পড়বে
সেই একই চাঁদমুখ
সেই প্রথম দেখার অবিকল একই তুই,
বয়স কোথায় ছায়া ফেলেছে তোতে বলতো!

অথচ সময়ের স্রোতে কত যুগ পার হয়ে গেছে!
কত কত নদী মিশেছে সাগরে
কত কত পাড় ভেঙেছে উথাল পাথাল ঢেউ
কত চর জেগেছে নদীতে
বুড়িয়ে গিয়েছে হিজল গাছটা
পলাশ গাছটা মরে গিয়েছে সেই কবে
কত কত ঝুড়ি নামিয়েছে সেই বটগাছটা
আর আমি?
চশমার পাওয়ার বাড়তে বাড়তে দূরে আবছা দেখি আজকাল
পড়তে পড়তে ঝুলে থাকা ক'গাছি চুলে পাক
কোঁচকানো ভাব ধরেছে চামড়ায়
সময় ছাড় দেয় নি আমায়,
অথচ তুই?
সেই আগের তুই
সেই অবিকল আগেরই তুই,
যাকে ভালোবেসে আজো তুইময় হয়ে থাকি
যাকে একান্তে ধরে রেখেছি আজো বুড়োটে বুকের পাঁজরে,
এখনো বড্ড পোড়াস তুই ভালোবাসার আগুনে;

আর তুই?
কি পাগলের মত ভালোই না বাসতি আমায়;
আচ্ছা! তোর মনটাও সেই আগের মতই আছে?

থাক,
উত্তর দিতে হবে না;

বাঁকি কটা দিন এখনো না হয় সেই পোড়া অনুভবেই বেঁচে থাকি!


- ৮ ফেব্রুয়ারি ২০২০





নদী কুলকুল বয়



নদী কুলকুল বয়
- যাযাবর জীবন


এই যে নদীতে নদীতে ঘুরি
এই যে নদীতে নদীতে নদী
ডাঙা কোথায়?
মন তো নদীই, তাই না?
মন, মন ছোঁয়; পায় কি?

অথচ দেখ!
নদী নদীতে মেশে
নদী নদীতে বয়
মন শুধু মনেতে রয়
আর কিছু অনুভব
কিছু অনুভূতি মন ছুঁয়ে ছুঁয়ে রয়,
ওগুলো কি ভালোবাসা?
নদী উত্তর জানে না
নদী কুলকুল বয়.......

- ২৯ জানুয়ারি ২০২০
মংলা বন্দর





প্রেমে মন রাত্রি চাঁদনি'তে মন



প্রেমে মন রাত্রি চাঁদনি'তে মন
- যাযাবর জীবন


দূরে আছি দূরে থাকি, বেশ আছি ভালো
চাঁদটা দূর থেকে, মোহময়ী আলো
দূরে আছি বেশ আছি, দূরে দূরে ভালো
চাঁদটা কাছে এলেই দাগগুলো কালো

সূর্যটা বহু দূরে তবুও বেশ তাপ
দিনটা ভালোবাসার, রাত্রি উদাস
সূর্যটা আলো দেয় দূর থেকে ভালো
কাছে এলে মন পুড়ে, পুড়ে পুড়ে কালো

সাদাকালো লাল নীল কত কত রং
একা একা মন পুড়ে, ভালোবাসার ধরন
লাল লাল নীল নীল ভালোবাসার রঙ
প্রেমে মন রাত্রি চাঁদনি'তে মন।


- ২৮ জানুয়ারি ২০২০
কাঠালবাড়ি ফেরিঘাট





অভিমানের ঢিল



অভিমানের ঢিল
- যাযাবর জীবন


এই যে দূর দূর থেকে ঢিল ছুড়িস!
প্রেমের
রাগের
অভিমানের,
আমার বুঝি লাগে না?

আমারও তো মন আছে,
প্রেম আছে
রাগ আছে
অভিমান আছে,
কই, আমি তো ক্ষণে ক্ষণে ঢিল ছুড়তে পারি না;

আমি আসলে ঢিল ছুড়তেই জানি না,
তাই হয়তো পূর্ণতা পায় নি আমাদের ভালবাসা।


- ২২ জানুয়ারি ২০২০





পরত খুলে খুলে


পরত খুলে খুলে
- যাযাবর জীবন


কাল আর আজকের মধ্যে পার্থক্য কত?
রোদ আর মেঘ
হাসি আর কান্না
মেঘ আর কুয়াশার মন যত;

আচ্ছা!
মন যদি আকাশ হয় তুই নীল হবি?
মন মেঘ হলে বৃষ্টি?
আর মন নদী হলে তুই ঢেউ
রক্তে রক্তে বয়ে যাবি;

কাল তুই ছিলি না আকাশে মেঘ ছিলো
আজ তুই উঁকি দিতেই সূর্যটা উঠে এলো,
মন কি তবে প্রকৃতি?
তোর মত এলোমেলো;

আমি প্রকৃতির মাঝে মন খুঁজি
প্রকৃতির মাঝে তোকে
কাল আর আজের সকল ব্যবধান ভুলে ভুলে
মনের এলোমেলো ভাঁজের পরতগুলো খুলে খুলে.....


- ১৯ জানুয়ারি ২০২০
করমজল, সুন্দরবন





সীমিত ভালোবাসা



সীমিত ভালোবাসা
- যাযাবর জীবন


সময়ের পরিধি ঘিরে
নিজ নিজ অবস্থানে ঘূর্ণায়মান মন
তোর আর আমার,
কেন্দ্রে বসে উপহাসে হাসে ভালোবাসা
মাঝখানে ইগোর ব্যাসার্ধ অসীম
অসীম তোর ভালোবাসা;

ব্যাসার্ধ ঘোচাতে পারে না আমার সীমিত ভালোবাসা.....




- ১৮ জানুয়ারি ২০২০
কটকা, সুন্দরবন




জীবিকার সন্ধান



জীবিকার সন্ধান
- যাযাবর জীবন


বড্ড কুয়াশা আজ
ভিজচ্ছে সকাল
ভিজচ্ছে রাস্তাঘাট,
ইতিউতি একটি দুটি মানুষ
ইতিউতি একটি দুটি রিক্সা
ইতিউতি একটি দুটি গাড়ি
জীবিকার সন্ধানে, জীবনের জন্য
কি কুয়াশা কি বৃষ্টি কি ঝড় তুফান
থেমে থাকে না জীবন জীবিকার সন্ধান ;
রাস্তায় একটি দুটি মানুষ
রাস্তায় আমি
জীবিকার সন্ধান........


- ১৫ জানুয়ারি ২০২০




অন্ধকারে পুড়েছে হাত



অন্ধকারে পুড়েছে হাত
- যাযাবর জীবন


দেখাটা কি খুব হঠাৎ ছিলো?
এখন মনে হচ্ছে দেখা না হলেই ভালো হতো,

এই তো সেদিনও মনের ব্যালকনিতে হেলান দেয়া রোদ ছিলো,
এখন রাত;
জ্যোৎস্না হেলান দেয় না অন্ধকার গলিতে
বিষণ্ণ রাত হেলান দিয়ে থাকে আমার কাঁধে
আকাশে চাঁদ ওঠে না

আচ্ছা! আকাশে উড়লে কি নীল ধরা যায়?
তোকে ধরতে গিয়ে আমি রাত্রি ধরেছি বারবার
আর অন্ধকারে পুড়েছে হাত

- ১১ জানুয়ারি ২০২০
দুবাই এয়ারপোর্ট



রাত্রি নিয়ে গেলাম



রাত্রি নিয়ে গেলাম
- যাযাবর জীবন


একদিন কথা ছিলো যাবো তোর কাছে
আমি কথা রাখতে উড়েছিলাম অনেক ক্লান্ত পথ
তোর ঘরে কড়া নাড়তেই দরজা খুলেছিল অন্য কেও
তুই তার ঠিক পেছনে
তোর চমকে ওঠা চোখে বিস্ময় থাকলেও আমি যেন ভয়ের ছায়া দেখেছিলাম ঐ দুটো চোখে

আসার কথা ছিলো
এসেছিলাম,
দেখার কথা ছিলো
দেখে গেলাম,

বিদায়ের কোন কবিতা হয় না,
তুই কবিতা ছিলি মনের
আমি লবণ জলে আঁকতে গিয়েছিলাম
তোর জীবন জ্যোৎস্না করে আমি রাত্রি নিয়ে গেলাম.....

- ১০ জানুয়ারি ২০২০
মিলান এয়ারপোর্ট




তুই থাকবি মেঘের দেশে?



তুই থাকবি মেঘের দেশে?
- যাযাবর জীবন


কেও কেও ডানা নিয়ে জন্মায়
কেও ওড়ে মন ডানায়
উড়ে উড়ে মানুষ ক্লান্ত হয়
পাখির ক্লান্তি কোথায়?

একদিন ঠিক ডানা হবে আমার
একদিন হব নীল আকাশ
একদিন মেঘ হব আকাশের
একদিন উড়ব মেঘের ডানায়

আচ্ছা!
একদিন ঐ আকাশ থেকে পড়ে গেলে কি হবে?
তুই থাকবি মেঘের দেশে?
ডানায় রৌদ্র মেখে?
ভালোবাসার অপেক্ষায়........

- ১০ জানুয়ারি ২০২০
নিউ ইয়র্ক





কখনো কখনো ভুলে যেতে হয় নিজেকে




কখনো কখনো ভুলে যেতে হয় নিজেকে
- যাযাবর জীবন


কখনো কখনো ভুলে যেতে হয় নিজেকে
কখনো কখনো মন
কখনো কখনো আয়নায় তাকালে
মন কেমন কেমন

কখনো কখনো আকাশে তাকালে
আকাশ এঁকে দেয় চোখে নীল
ঝাপসা চোখে ঝাপসা ঝাপসা দেখি
উড়ন্ত গাংচিল

কখনো কখনো মন বড্ড উদাস
চারিদিকে বিষণ্ণ কলরব
কখনো কখনো মন স্তব্ধ
ভুলে যেতে ইচ্ছে করে সব

একদিন ঠিক উড়ে উড়ে আমি
মেঘের দেশে যাব
গোধূলির সাথে জ্যোৎস্না মেখে মেখে
অন্ধকারে হারাব........

- ৪ জানুয়ারি ২০২০
হিউষ্টন, টেক্সাস




জীবন ছুটছে জীবনের মত



জীবন ছুটছে জীবনের মত
- যাযাবর জীবন


সময় ছুটছে
ছুটছে
ছুটছে হাওয়ার বেগে
মূহুর্ত হয়ে যাচ্ছে মূহুর্তে গত
ছুটছি আমি সময়ের সাথে
জীবন ছুটছে জীবনের মত;

এই যে পথ চলছি!
চলতে চলতেই পথটা হারিয়ে পথে হয়ে গেছে গত
এখানে ওখানে পিছু রয়ে গেছে কিছু
পথের ক্ষত
জীবন ছুটছে জীবনের মত;

এই যে কথা বলছি!
বলতে বলতেই কথাগুলো হয়ে গেছে গত
রয়ে গেছে কিছু কিছু
কথায় কথার ক্ষত
জীবন ছুটছে জীবনের মত।

- ২ জানুয়ারি ২০২০
টেক্সাস




জীবন খুঁড়ে খুঁড়ে, জীবনের ভাঁজে




জীবন খুঁড়ে খুঁড়ে, জীবনের ভাঁজে
- যাযাবর জীবন


দেখ কি সুন্দর অদ্ভুত মেঘলা সকাল!
সকাল তো সবার জীবনেই আসে,
কারো ঝকঝকে রৌদ্রস্নাত, কারো মেঘলা কারো বা বৃষ্টি ঝরোঝরো,
সূর্য প্রতিদিনই পূবাকাশে ওঠে
কেও উপভোগ করে, কেও ঘুমিয়ে থাকে আর কারো আকাশ মেঘাচ্ছন্ন থাকে
আমি মেঘলা সকাল উপভোগ করি সূর্য খুঁজে খুঁজে;

রৌদ্রোজ্জ্বল সকাল মেঘে ঢেকে যেতে সময় লাগে না
সময় লাগে না মেঘাচ্ছন্ন সকালের মেঘ কেটে যেতে
আমরা প্রত্যেকে জীবন সংগ্রামে, এক একজন এক একভাবে জীবন যাচে
জীবনের মোড় মোড়ে জীবন ঝুঝে;

আমি সকাল খুঁজি রৌদ্রের খোঁজে,
মেঘ! কেটে যাবে;
আমি প্রতিদিন জীবন যুঝি
জীবন খুঁড়ে খুঁড়ে, জীবনের ভাঁজে।

- ১ জানুয়ারি ২০২০
ডালাস, টেক্সাস




দুজন হাতে হাতে



দুজন হাতে হাতে
- যাযাবর জীবন


কোথায় রে তুই?
কত দূরে?
দেখ চাঁদটা ডুবছে বিষণ্ণ ভোরে
তুইহীনা এ মরার শহরে;

ভোরের আলাদা সৌন্দর্য তো থাকেই
আলাদা সৌন্দর্য থাকে রাতের
তুইহীনা সব একই রকম লাগে
দিনে কিংবা রাতে,
একদিন হুট করে চলে আয়
সূর্যাস্ত দেখি কিংবা চন্দ্রোদয়
দুজন হাতে হাতে।

- ৩০ ডিসেম্বর ২০১৯
হিউষ্টন, টেক্সাস





মনের ওপর মন


মনের ওপর মন
- যাযাবর জীবন



মাঝে মাঝে মনে উঁকি
মাঝে মাঝে ফোন
যখন সকাল যখন বিকাল যখন রাত
আর মন খারাপের যখন তখন;

মাঝে মাঝে রোদ মাঝে মাঝে বৃষ্টি
মাঝে মাঝে কান্না মাঝে মাঝে মন
যখন ভোর যখন দুপুর যখন সন্ধ্যা
আর মন খারাপের যখন তখন;

মাঝে মাঝে ভালোবাসা মাঝে মাঝে রাগ
মাঝে মাঝে কান্না মনের ওপর মন
কখনো ঊষা কখনো গোধূলি কখনো লালিমা
আর মন খারাপের যখন তখন।

- ২৯ ডিসেম্বর ২০১৯
গ্যারিভিল, লুসিয়ানা






কাঁচাপাকা পথে জীবন চলে




কাঁচাপাকা পথে জীবন চলে
- যাযাবর জীবন


আঁকাবাকা রাস্তাটা চলে গেছে দূর বহুদূর
রাস্তায় তো বাঁক থাকবেই
বাঁক থাকে মনে
বাঁক জীবনে
ঠিক ঐ রাস্তার মত;

উঁচুনিচু, কাঁচাপাকা, সমতল বা পাহাড়ি পথে জীবন চলে
চড়াই উৎরাই চলে মনে,
আমি রাস্তায়, জীবনের সন্ধানে.........

- ২৮ ডিসেম্বর ২০১৯
নিউ অরলিন্স, লুসিয়ানা






নিজের মনে নিজের সাথে



নিজের মনে নিজের সাথে
- যাযাবর জীবন


রোজ আকাশের সাথে কথা হয়
রোজ নীলের সাথে
রোজ রাস্তা হাঁটি কথা বলতে বলতে,
বাতাসে কথা বলতে গেলে কত কথাই মনে আসে!
সুখের কথা, দুঃখের কথা
হাসির কথা, কান্নার কথা
ভালোবাসার কথা, তোর কথা
আমারও তো কিছু কথা থাকে! আমার সাথে,
সব কথাই বকে যাই রাস্তার সাথে
যখন একলা পথ হাঁটি একার মনে;

কিছু কিছু কথা কাওকে বলা যায় না
কিছু কিছু কথা কেও বোঝেই না
মানুষকে আকাশ বললে নীল বোঝে
কান্না বললে বোঝে বৃষ্টি
জ্যোৎস্না বললে হিমু ভাবে
জোনাক বললে তারা,
আমি কখনোই আমাকে বোঝাতে পারি না কাওকে
তাই কথা বলি নিজের সাথে,
আকাশ শোনে, বাতাস শোনে, রাস্তা শোনে
তারা আমায় ভুল বোঝে না;

ভুল বোঝায় জুড়ি নেই মানুষের
জুড়ি নেই ভুল ভাবায়,
তাই একার চলা একার পথে
আর একা একা কথা বলা
নিজের মনে নিজের সাথে।

- ২৬ ডিসেম্বর ২০১৯
কান্ট্রি সাইড, জর্জিয়া





ভোর তো হতেই হয়, কখনো না কখনো



ভোর তো হতেই হয়, কখনো না কখনো
- যাযাবর জীবন


আকাশে লালের আভা,
সূর্যটা কোথাও থেকে উঠবে
ঘুম ভাংছে ভোরের
তোর কি ঘুম ভেঙেছে?
আমি এখানে ওখানে ভোরের খোঁজে, সূর্যের খোঁজে
রাতের খোঁজে, ঘুমের খোঁজে
রাস্তা হারিয়ে রাস্তার খোঁজে
শুধু তোকে খুঁজতে খুঁজতে
অথচ দেখ আজ পর্যন্ত নিজেকেই খোঁজা হলো না;

সূর্যটা কোথাও গিয়ে তো ডুববেই
রাত ঘুমাবে আকাশে
অথচ আমি তোকে খুঁজি কত কত নির্ঘুম চোখে
কালো আকাশে তোকে পাওয়া হলো না,
আচ্ছা তোর কি ঘুম হয়?
কুয়াশায় ভেজা মন খারাপের রাতগুলোতে;

সূর্যটা রাতে যতই ঘুমে হারাক না কেন! ভোর বেলায় সে নিজেকে আবার খুঁজে পায় পূবের আকাশে,
একদিন আমিও হয়তো ঘুম খুঁজতে খুঁজতে সূর্য খুঁজে পাব,
একদিন হয়তো তোকে খুঁজতে খুঁজতে
আমি আমায় খুঁজে পাব;
ভোর তো হতেই হয়, কখনো না কখনো।

- ২৫ ডিসেম্বর ২০১৯
সাভানা, জর্জিয়া






নারী কি আঁকা যায়?



নারী কি আঁকা যায়?
- যাযাবর জীবন


আমি কবিতা বুঝি না
যা বুঝি না, তা কি করে লিখি?

আমি মাঝে মাঝে কাগজে তোকে আঁকি
মাঝে মাঝে আমাকে
মাঝে মাঝে মন আঁকি
মাঝে মাঝে আকাশ;

আচ্ছা মন তো আকাশই, তাই না?

না হলে ক্ষণে কেন রোদ ওঠে, ক্ষণে মেঘ ডাকে
ক্ষণে মন নীল, ক্ষণে কালো
ক্ষণে ভাসে, ক্ষণে বৃষ্টি ঝরে;

আমি মন বুঝি না
আমি আমাকে বুঝি না
আমি তোকেও বুঝি না,
শুধু মাঝে মাঝে যখন তোর কথা মনে হয় আমি কাগজে কলম ঘষি
আমি আকাশ আঁকি
আমি আমাকে আঁকি
আর বোকার মত তোকে আঁকার চেষ্টা করি;

নারী কি আঁকা যায়?
সে তো নদী, শুধু বয়ে যায়
উঁহু! নারী অতল সাগর
না হলে আমি ডুবছি কেন তোতে?

আচ্ছা!
এই যে আমি মাঝে মাঝে কাগজে কলম ঘষি
তোর মনে কি দাগ পড়ে?

কিছু কথা কখনোই জানা হবে না।

যা জানি না, তা কি করে লিখি?
আমি কখনোই কবিতা লিখি নি।



- ২৫ ডিসেম্বর ২০১৯
টাইবি আইল্যান্ড, জর্জিয়া




মনখারাপের মায়া




মনখারাপের মায়া
- যাযাবর জীবন


কত তাড়াতাড়িই না সময় ফুরিয়ে যায়!
চোখের নিমিষে;

এই তো মাত্র সেদিন এসেছিলাম তোর কাছে,
চোখের পলক ফেলার আগেই বিদায় ঘণ্টা;

আসার কথা ছিলো না তবুও আসাটা যেন অনেকটা সহজ
যেতে তো হোতোই, তবুও যাবার সময়টা বড্ড নোনা
তোর গাড়ির লাল বাতিটা মিলিয়ে যাবার আগেই কেমন ঝাপ্সা
ধ্যাত! আজ বৃষ্টি হচ্ছে তো খুব,
তাই বোধহয় চশমার কাঁচ ঘোলা;

আবার হয়তো আসা হবে, হয়তো না;
কিছু পালক ফেলে এসেছিলাম ওখানে
কিছু ফেলে গেলাম এখানে
আর মনখারাপের মায়া,
সাথে নিয়ে গেলাম কিছু স্মৃতি
আর ভালোবাসার ছায়া।

- ২২ ডিসেম্বর ২০১৯
অর্লান্ডো, ফ্লোরিডা






মানুষ থেকে অনেক দূরে




মানুষ থেকে অনেক দূরে
- যাযাবর জীবন


কাওকে কাওকে দেখলেই মন ভালো হয়
যেন দিগন্ত জোড়া নীল আকাশ
আমি চেয়ে থাকি
আকাশ দেখি,
কিছু কিছু সময় আকাশ রৌদ্রে হাসে
আমি আকাশের সাথে সাথে হাসি
কিছু কিছু সময় আকাশের মন খারাপ হয়, মেঘ ঘুরে বেড়ায়
আমার মনেও আকাশের ছায়া পড়ে
কিছু কিছু সময় আকাশ কাঁদে, ঝুম বৃষ্টি নামে
আমার চোখে কেমন জানি বাষ্প বাষ্প লাগে, আমি ঝাপসা দেখি
আমাকে আকাশ বোঝে না, আমি আকাশ বোঝার চেষ্টা করি
আমি দূর থেকে মানুষের হাসি কান্না দেখি
বুকের ভেতর অনুভব করি
আর মানুষ থেকে দূরে থাকি
অনেক দূরে;

কাওকে কাওকে দেখলেই মনে রাত নামে
যেন আমি ডুবে যাচ্ছি অন্ধকারে
দূর থেকে কেমন এক দুর্গন্ধ নাকে লাগে
আমার দমবন্ধ লাগে
আমি এদের এড়িয়ে চলি
তবুও মাঝে মাঝে না চাইলেও ময়লায় আমাদের পা পড়ে
আমি ঘরে ফিরে সাবান ঘষি আচ্ছা করে
দুর্গন্ধ রয়ে যায় মনের ঘরে
আমি এদের থেকে দূরে থাকি
অনেক দূরে;

মানুষ আকাশ ছুঁতে পারে না
ছুঁতে পারে না মন
মন ছুঁতে না পারলে মানুষ ছুঁয়ে কি হবে?
শরীর শুধুই শরীর ছোঁয়
তারপর মন তো সেই একাই, তাই না?
কি জানি? আমি ঠিক বুঝি না
আমি মানুষ দেখি, মানুষ ঠিক বুঝি না;
বোঝা আর না বোঝার লড়াইয়ে মাঝে মাঝে হয়তো অনুভবে জড়াই
হাসি কাঁদি আর মনের সাথে লড়াই
তারপর আবার একা হই, একার পথে
দূরে থাকি হয়তো তাই, মানুষ থেকে
অনেক দূরে.........




- ২০ ডিসেম্বর ২০১৯
মাউন্ট-ডোরা, ফ্লোরিডা





কেও তো এখানে কাঁদবে


কেও তো এখানে কাঁদবে
- যাযাবর জীবন


একটা হিম সকাল
কিছু কুয়াশা
পথটা চলে গেছে এঁকেবেঁকে বহুদূর,
কোথায় কে জানে?
আমি পথ দেখি
পথ হাঁটি......

কিছু পাখি উড়ছিল ইতিউতি
কিছু কাঠবিড়ালি
মাঝে মাঝে যেন আমাকে সঙ্গ দিচ্ছিলো
আর মাঝে মাঝে টুকি,
নীল আকাশটা হাঁটছিলো আমার সাথে সাথে
হাঁটছিলো কিছু সাদাকালো মেঘ
সবুজ ঘাসগুলো ঠায় দাঁড়িয়ে
দাঁড়িয়ে কিছু পাতাঝরা বিবর্ণ গাছের সারি
হাঁটতে হাঁটতে ক্লান্ত আমি
পথহাঁটায় কিছুটা আনাড়ি;

একদিন পথ হাঁটতে হাঁটতে আমিও চলে যাব, বহু বহুদূর
পথের সাথে সাথে
কিছু মায়া আর কিছু ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে পেছন পথে
তখনো সবুজ ঘাস আর হরিত গাছগুলো ঠায় দাড়িয়ে আমার চলে যাওয়া দেখবে
তখনো মেঘের সারি নীলাকাশে উড়ে উড়ে সাদাকালো হয়ে ভাসবে
আর আমি হারিয়ে যাওয়ার পর
পথ না কাঁদুক,
কেও তো এখানে কাঁদবে.......


- ২০ ডিসেম্বর ২০১৯
মাউন্ট-ডোরা, ফ্লোরিডা



হয়তো ভালোবাসা শিখে যেতাম




হয়তো ভালোবাসা শিখে যেতাম
- যাযাবর জীবন


আজকাল মাঝে মাঝে চাঁদের কলমে চাঁদনি আঁকতে গেলেই ঘোলা জ্যোৎস্নায় হলদেটে হয়ে যায় আকাশ ক্যানভাস,
অথচ চাঁদের পূর্ণ যৌবনে খিলখিল হাসে চাঁদনি
আমি বোধহয় কলম ধরতেই শিখি নি
চাঁদনি আঁকব কি করে?
ভালোবাসা আঁকা হয় না আমার;

মাঝে মাঝে বিরক্ত হয়ে মেঘের কলম হাতে তুলে নেই চাঁদের কলম ফেলে
ওমা! তোর চোখ বেয়ে কান্না নামছে কেন রে মেঘপরী?
আকাশ খাতাটা ধুয়ে যায় ঘন বৃষ্টিতে
আমি মেঘের কলম হাতে বোকা হয়ে থাকি,
আমি কলম ধরতেই শিখি নি
ভালোবাসা আঁকব কি করে?

মাঝে মাঝে খুব মন খারাপ হলে
কালো কালিতে ভিজিয়ে রাত কলম তুলে নেই হাতে
একটা মন ভালো করা বিশাল অমাবস্যা আঁকব বলে
ঠিক তখনই কেন জানি স্বপ্নগুলো সব ঘুমিয়ে পড়ে চোখ ভেঙে
আমি এলিয়ে যাই গহীন রাতে
কালো আকাশে কি অমাবস্যা আঁকা যায়?
আমি কলম ধরতেই শিখি নি
ভালোবাসায় কাঁদব কি করে?

একটা চাঁদনি আঁকতে চেয়েছিলাম
চাঁদের কলমে,
একটু বৃষ্টি আঁকতে গিয়েছিলাম
মেঘের কলমে,
একটা অমাবস্যা আঁকতে গিয়েছিলাম
রাতকলমে,

ভুল কলম হাতে নিয়ে সারাজীবন শুধু কান্নাই একে গেলাম;

এখন মাঝে মাঝে খুব ভাবি মনে মনে,
আচ্ছা! আমি কি ভুল কলম তুলে নিয়েছিলাম?
নাকি আঁচর দিতে গিয়েছিলাম ভুল ক্যানভাসে?

ইশশ!
সেদিন যদি মনকলমে মনের ক্যানভাসে আঁচর দিতাম!
হয়তো আজ তবে আকাশ হতাম,
হয়তো ভালোবাসা শিখে যেতাম।

- ১৯ ডিসেম্বর ২০১৯
মাউন্ট-ডোরা, ফ্লোরিডা




রাতের আলো



রাতের আলো
- যাযাবর জীবন


রাতের কিছু সৌন্দর্য আছে
কিছু সৌন্দর্য আছে চাঁদের
কেও কেও রাতে শুধুই কালো খোঁজে
ঋণাত্মক মন যাদের;

চাঁদের সৌন্দর্য সবাই দেখে
চাঁদনি যেচেছে কে
অন্ধকারে মন খুলে খুলে
আলো খুঁজেছে যে;

আমি কালোতে আলো খুঁজতে খুঁজতে
চাঁদনি পেয়েছি রাতে
মনের ভেতর আলো খুঁজতে খুঁজতে
ভালোবাসা হয়েছি তোতে।

- ১৭ই ডিসেম্বর ২০১৯
মাউন্ট-ডোরা, ফ্লোরিডা




একদিন উড়তে উড়তে হয়তো আকাশ হব




একদিন উড়তে উড়তে হয়তো আকাশ হব
- যাযাবর জীবন


হেলায় সময় গড়ায়, অবহেলায় মন
জীবন আলো আঁধারের খেলা
দিন রাত্রির সারাক্ষণ;

অচেনা দেশে আমি কাকে খুঁজি এখানে ওখানে?
চেনার মাঝে আমি নিজেই অচেনা
আয়না সব জানে;

চেনা জানা মানুষের কত কত অজানা রূপ
পাখি চোখে আকাশ দেখি
খুঁজি নিজের স্বরূপ;

অনেক অচেনার ভিড়ে আমি নিজেই নিজের অজানা
অন্ধকারে কালো দেখতে দেখতে
রাত আমার খুব চেনা;

উড়তে উড়তে আকাশে, ক্লান্ত ডানায় নিচে তাকাই
অন্ধকার রাতে আমি
অচেনা আমাকে খুঁজে বেড়াই;

একদিন উড়তে উড়তে আমি হয়তো আকাশ হব
ডানা ভেঙে সেদিন চিরতরে
অন্ধকারে হারাব.......


- ১৬ই ডিসেম্বর ২০১৯
বাল্টিমোর, ওয়াশিংটন




মাঝে মাঝে আমি, বাকি সব তুই




মাঝে মাঝে আমি, বাকি সব তুই
- যাযাবর জীবন


মাঝে মাঝে আমি
মাঝে মাঝে তুমি
বাকি সব তুই;

কখনো আমি
কখনো তুমি
আর সব তুই;

কখনো সকাল
কখনো রাত
চোখে অন্ধকার সই;

কখনো আলো
কখনো আঁধার
আমি তোতে, তোর হয়ে রই.......



- ১৫ই ডিসেম্বর ২০১৯
ইয়র্ক, পেনসেলভেনিয়া




মন কি আর সবাই ছুঁতে পারে?




মন কি আর সবাই ছুঁতে পারে?
- যাযাবর জীবন


কোথায় আমি?
নিস্তব্ধ এক শহরে,
মন কোথায়?
নীরবতায়,
আলো কোথায়?
কুয়াশার ভাঁজে
আর তুই?
মনের খাঁজে;

আকাশ কোথায়?
মেঘের ওপারে,
নীল?
সবুজের মাঝে;

আকাশটা কার?
কখনো নীলের, কখনো মেঘের
কখনো রোদের, কখনো চাঁদের;

সবাই আকাশ খোঁজে আকাশ পানে
আকাশ খোঁজে নীলের মাঝে
আকাশ খোঁজে রাতের ভাঁজে
আকাশ খোঁজে বুকের চাতালে
আকাশ খোঁজে আকাশের ওপারে,
মনের ওপারের আকাশটা কেও ছুঁতে চায় না;

মন কি আর সবাই ছুঁতে পারে?




- ১৪ই ডিসেম্বর ২০১৯
ইয়র্ক, পেনসেলভেনিয়া




ক্ষুদ্রাতি ক্ষুদ্র



ক্ষুদ্রাতি ক্ষুদ্র
- যাযাবর জীবন


কত তুচ্ছ আমরা প্রকৃতির কাছে
কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র,
তবু কত কতই না অহংকার!
একবার ঘুমিয়ে গেলেই তো মাটি
আর মাটিতে একাকার........



- ১৩ই ডিসেম্বর ২০১৯
নায়াগ্রা ফলস, বাফেলো




চাঁদ ডুবছে শহরে



চাঁদ ডুবছে শহরে
- যাযাবর জীবন


চাঁদ ডুবছে, চাঁদ ডুবছে শহরে
ডুবছি আমি, ডুবছি আমাতে
ভালবাসায় ডুবে যাওয়া পতন নয়?

কতরকম ভালোবাসাই তো আছে
কেও ভালোবাসে প্রকৃতি
কেও টাকা
কেও মানুষ,
আমার ভালোবাসা শুধুই আমাতে,
খুব স্বার্থপর হয়ে গেলো কি?

তাতে কি?
আমি আমাতেই বাঁচি.......

আমি মানেই মন
আর মন মানেই তো তুই
সেই প্রথম দেখার পর থেকে......

কে বলেছে বার্ধক্যে ভালোবাসা বদলে যায়?
তবে ক্ষয়ে যাওয়া আয়নায় এখনো কেন তোর ছবি দেখা যায়?

আমার পতন শুরু ভালোবাসার প্রথম দৃষ্টিতে
ভালোবাসায় পতন শুরু
তোতে........




- ১৩ই ডিসেম্বর ২০১৯
নায়াগ্রা ফলস ষ্টেট পার্ক, বাফেলো





এর বেশী তোর কাছে কখনো কি কিছু চেয়েছি?



এর বেশী তোর কাছে কখনো কি কিছু চেয়েছি?
- যাযাবর জীবন


শরীরটা শরীরের
মন মনের,

না চাইতেই কেও শরীর বিলিয়ে দেয়
আমি মনের কাঙাল;

ভালোবাসাটা এক একজনের কাছে এক এক রকম;

খুব আবেগে জড়িয়ে ধরে একটা চুমু,
এর বেশী তোর কাছে কখনো কি কিছু চেয়েছি?
অথচ তুই আমার পুরোটা পৃথিবী।


- ১৩ই ডিসেম্বর ২০১৯
বাফেলো



ভালোবাসা বদলায় কি?



ভালোবাসা বদলায় কি?
- যাযাবর জীবন


প্রতিটা সকালই অন্য রকম
অথচ একটার সাথে অন্যটার পার্থক্য কি ভীষণ!
কিছু পার্থক্য প্রকৃতিতে
কিছু পার্থক্য দেখার মাঝে
কিছু পার্থক্য দৃষ্টিভঙ্গিতে
আর বাকিটুকু ভাবাবেগে;

শরীরের মাঝে ছোট্ট এতটুকু একটা মন
অথচ প্রতি মূহুর্তে তার পরিবর্তন কি ভীষণ!
একটা মনে কতগুলো অনুভূতি খেলা করে
আর রিপুর সাথে মনের সংঘর্ষ যখন তখন,
আমি মনের বদলে যাওয়া দেখি
আমি আমার বদলে যাওয়া দেখি
অসহায় ভাবাবেগে;

এই যে মনের বদলে যাওয়া
বদল সময়ের
বদল অনুভবের
বদল অনুভূতির
আচ্ছা! ভালোবাসা বদলায় কি?

আমি নিজেকেই জানি না,
ভালোবাসার বুঝব কি?


- ১২ই ডিসেম্বর ২০১৯
ফ্লোরিডা





একবার না হয় এক হব আজ



একবার না হয় এক হব আজ
- যাযাবর জীবন


আজ পূর্ণিমা, আকাশ চাঁদ চাঁদ
মন জ্যোৎস্না, তোর আর আমার রাত;

চাঁদ আকাশে, তুই চাঁদনি
কলমে এঁকেছি ভালোবাসা, তোকে আঁকি নি;

আকাশে জ্যোৎস্না, তুই চাঁদনি
ভালোবাসায় ডুবেছি অনেক, তোতে আগে ডুবি নি;

আকাশে কালো মেঘ, ঢেকে দেবে চাঁদ
স্মৃতিতে রয়ে যাবে চাঁদনি, আজ ভালোবাসার রাত;

আয়, ভালোবাসি তোকে, আয় ডুবি তো'তে
একটা মাত্র রাত, একবার না হয় এক হব আজ.......


- ১২ই ডিসেম্বর ২০১৯
মায়ামি বীচ





সব দোষ মনের


সব দোষ মনের
- যাযাবর জীবন


বিষণ্ণ বিকেল
আকাশে সাদা ধুসর মেঘের খেলা
সূর্যের লুকোচুরি আর মন মেঘের ভেলা
একটু পরেই সূর্য ডুব দেবে সাগর জলে
আমারও সাধ, ডুবে যাই তোর অতলে;

মন খুব অদ্ভুত অজানা
কখনো আকাশ কখনো মেঘের ডানা
মাঝে মাঝে দুপুর রোদ মাঝে মাঝে অমাবস্যা
মাঝে মাঝে জ্যোৎস্না মাঝে মাঝে অনুভূতিগুলো অজানা
মাঝে মাঝে মন শুধুই আমি, মাঝে মাঝে মন পুরোটাই তুই
মাঝে মাঝে আমি আমার একার মাঝে মাঝে মনে তোর হয়ে রই
মাঝে মাঝে মন সূর্য মাঝে মাঝে অঝোর বৃষ্টি
মাঝে মাঝে আমি কান্নায় ভিজি, মাঝে মাঝে তোতে ভিজে যায় মন
অদ্ভুত এক মন, কেমন অজানা এক অনুভূতি যখন তখন;

বিষণ্ণ সন্ধ্যা
আকাশে সাদা ধুসর মেঘের খেলা
চাদের লুকোচুরি আর মন মেঘের ভেলা
একটু পর পরই মেঘের আড়ালে চাদের উঁকি
একটু পর পর আমি জ্যোৎস্নায় ভাসি
ও মন! জানিস কি? তোকে বড্ড ভালোবাসি........

সব দোষ মনের,
কাঁদাতে ও হাসাতে
ডুবাতে ও ভাসাতে
তোতে আর ভালোবাসায়।


- ১২ই ডিসেম্বর ২০১৯
ডাউন-টাউন, মায়ামি






কুয়াশার সকাল



কুয়াশার সকাল
- যাযাবর জীবন


সকাল তো প্রতিদিনই আসে
আজ না হয় কুয়াশায়;

জীবনটা দেখেছিস পেছন ফিরে?
কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি
কখনো পরিষ্কার, কখনো কুয়াশা, কখনো ধোঁয়া-ধোঁয়া;

আচ্ছা! জীবন কতগুলো বাঁক পাড়ি দিয়ে এসেছি?
মাড়িয়েছি কতগুলো চড়াই উৎরাই?
কার জীবন ছিলো সরল সোজা?

জীবনটা তো এক প্রকার গাড়িই, তাই না?
চলছে তো চলছেই
কখনো ফুল-স্পীডে কখনো ধিমে তালে;

তারপর একদিন খুব হঠাৎ থেমে যাবে পথের মাঝে,
জ্বালানির সমাপ্তিতে.......


- ১১ই ডিসেম্বর ২০১৯
মাউন্ট-ডোরা, ফ্লোরিডা





একটা তুই, বুকের ভেতর ঘুমিয়ে থাকিস



একটা তুই, বুকের ভেতর ঘুমিয়ে থাকিস
- যাযাবর জীবন


কিছু ইচ্ছে পোড়াই কালো অন্ধকারে, মন জানে
কিছু ইচ্ছে আমায় পোড়ায়, খুব গোপনে
কিছু হাতছানি এড়িয়ে যাই, সঙ্গোপনে
ভালোবাসা পোড়াই আমি ইচ্ছামনে;

একটা চাঁদ দূর আকাশে, আলো জ্বালে
কিছু কষ্ট বুকের ভেতর টলমলে
একটা তুই, বুকের ভেতর ঘুমিয়ে থাকিস
একটা তুই, কেন এত ভালোবাসিস?



- ১১ই ডিসেম্বর ২০১৯
অরলান্ডো, ফ্লোরিডা





টান



টান
- যাযাবর জীবন


বহুদিন দেখা হয় নি তোর সাথে,
বহু বহুদিন
যুগ যুগ
তবুও কি তুই দূরে? আমা থেকে?

এই যে মাঝে মধ্যে মুঠোফোনে খোঁচা দিস
মাঝে মধ্যে মনে
কেমন আছিস জানতে চাস
কেন রে?

আমি আগে প্রশ্ন করতাম 'তুই কেমন আছিস?'
এখন কিন্তু একবারও করি না
আমি তো জানিই তুই ভালোই আছিস ওখানে
খারাপ থাকলে তো তুই কবেই চলে আসতিস, এখানে;

তোর ভালো থাকাই আমার ভালো লাগা
তুই ভালো থাকলেই আমি ভালো
যেখানেই যেভাবেই থাকিস না কেন!
আমি চোখ বুজলেই দেখি তুই সামনে যেন;

তুই আমার চেয়ে দূরে মানেই তারার চেয়েও দূরে
তবুও মনে থাকিস মন ঘরে
আমরা দুজন দু দেশের দু শহরে,
ভালোবাসা!
হ্যাঁ! আগের মতই
পার্থক্য?
একটু তো আছেই, হাত বাড়ালেই ছুঁতে পারি না তোরে
আমরা এখন দুজন দুজন থেকে দূরে, বহু বহু দূরে,
মুঠোফোন মাঝে মাঝে আমাদের কাছে নিয়ে আসে
তুই ঠিক যেন আমার পাশে বসিস
আর আমি তোর কোলে
তারপর স্মৃতির রোমন্থন মুঠোফোনে, দুলে দুলে;

কোন এক দুর্বল মুহূর্তে কথা নিয়েছিলি তোর কাছে থাকার
একবার, একদিনের জন্য হলেও,
একদিন কথা দিয়ে ফেলেছিলাম তোর কাছে যাবার
একবারের জন্য হলেও,
তারপর থেকে মাঝে মধ্যেই মনে করিয়ে দিস কথা রাখার;

অথচ বহুদিন পার হয়ে গেলেও সময় হয় নি আমার,
এবার কেন যেন বড্ড মন টেনেছে তোতে
একটাবার কথা রাখতে ইচ্ছে করছে
ইচ্ছে করছে তোর কাছে যেতে;

এবার দেখা হবে;

চমকে উঠবি কি তুই?
নাকি চমকাবো আমি?

ঐ তো আয়নায় কুঁচকে আসা চামড়ায় বুড়োটে চেহারা,
ঝরতে ঝরতে রয়ে যাওয়া কয়েক গাছি চুলে পাক
চিনতে পারবি দেখে?
আচ্ছা তুইও কি বুড়িয়ে গিয়েছিস আমার মত?
তাতে কি যায় আসে?
ভালোবাসা কি কোঁচকানো চামড়ার ওপরে রে?

আমরা না হয় আরেকবার দেখব দুজন দুজনকে
যৌবনের সেই প্রেমময় চোখে
হয়তো ঠোঁট ছুঁয়ে দেব ঠোঁটে
নাহয় একবার তোকে জড়িয়ে ধরব যৌবনের আবেগে বৃদ্ধ বুকে,
যেখানেই থাকিস যতই দূরে
আমার ভালোবাসার সবটুকু এখনো কিন্তু তোতে;

এই যে দুজন দুজনার জন্য টান
এই যে কেমন কেমন লাগা একটা অজানা অনুভব
এই যে হঠাৎ হঠাৎ একজনের কথা মনে হলে আরেকজনের কি এক অচেনা অনুভূতি!
কেও বলে প্রেম
কেও বলে ভালোবাসা,
আর আমার কাছে?
আমার কাছে অনুভব আর অনুভূতির পুরোটাই তুই
আর বহু, বহুযুগ দূরত্বে থেকেও আমরা দুজন দুজনার হয়ে রই।

- ৯ই ডিসেম্বর ২০১৯
দুবাই এয়ারপোর্ট




কোথায় খুঁজব তোরে?



কোথায় খুঁজব তোরে?
- যাযাবর জীবন


একদিন তুই কাছে এলি মন খারাপের দুপুর রোদে
একদিন তুই নিখোঁজ হলি মেঘলা দিনের দ্বিপ্রহরে
কোথায় খুঁজব তোরে?

ইচ্ছে হলেই কি ইচ্ছে মতন কাছে আসা যায়?
নাকি ইচ্ছে হলেই ইচ্ছে মতন দূরে ঠেলা যায়?
নারী মন? বোঝা দায়;

যখন তখন বৃষ্টি নামে, মেঘের ইচ্ছে মতন
ইচ্ছে হলেই কি কাঁদা যায়? যখন তখন।
আমার যে বড্ড ইচ্ছে করছে, ডুবতে তোতে এখন;

যখন তখন দিনের বেলায় বড্ড তোকে মনে পড়ে
যখন তখন রাতের তারায় বড্ড তোতে মন পুড়ে
ঘুম কোথায়? ঐ দূরে;

একদিন খুব রাতে যখন রাত কালো হবে
একদিন স্বপ্নগুলো যখন চোখে তোকে পাবে
ক্লান্ত চোখ সেদিন, খুব ঘুম ঘুমোবে;

একদিন দেখিস, আমি ঠিক তোর কাছে যাব
একদিন আমি তোকে ঠিক খুঁজে নেব
তারপর দেখিস! ঠিক দুজন দুজনার হব।



- ৮ই ডিসেম্বর ২০১৯