কুয়াশার সকাল
- যাযাবর জীবন
সকাল তো প্রতিদিনই আসে
আজ না হয় কুয়াশায়;
জীবনটা দেখেছিস পেছন ফিরে?
কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি
কখনো পরিষ্কার, কখনো কুয়াশা, কখনো ধোঁয়া-ধোঁয়া;
আচ্ছা! জীবন কতগুলো বাঁক পাড়ি দিয়ে এসেছি?
মাড়িয়েছি কতগুলো চড়াই উৎরাই?
কার জীবন ছিলো সরল সোজা?
জীবনটা তো এক প্রকার গাড়িই, তাই না?
চলছে তো চলছেই
কখনো ফুল-স্পীডে কখনো ধিমে তালে;
তারপর একদিন খুব হঠাৎ থেমে যাবে পথের মাঝে,
জ্বালানির সমাপ্তিতে.......
- ১১ই ডিসেম্বর ২০১৯
মাউন্ট-ডোরা, ফ্লোরিডা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন