রাত্রি নিয়ে গেলাম
- যাযাবর জীবন
একদিন কথা ছিলো যাবো তোর কাছে
আমি কথা রাখতে উড়েছিলাম অনেক ক্লান্ত পথ
তোর ঘরে কড়া নাড়তেই দরজা খুলেছিল অন্য কেও
তুই তার ঠিক পেছনে
তোর চমকে ওঠা চোখে বিস্ময় থাকলেও আমি যেন ভয়ের ছায়া দেখেছিলাম ঐ দুটো চোখে
আসার কথা ছিলো
এসেছিলাম,
দেখার কথা ছিলো
দেখে গেলাম,
বিদায়ের কোন কবিতা হয় না,
তুই কবিতা ছিলি মনের
আমি লবণ জলে আঁকতে গিয়েছিলাম
তোর জীবন জ্যোৎস্না করে আমি রাত্রি নিয়ে গেলাম.....
- ১০ জানুয়ারি ২০২০
মিলান এয়ারপোর্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন