তোকে ছুঁয়ে ছুঁয়ে মন
- যাযাবর জীবন
তোকে ছুঁয়ে দিতেই ভালোবাসা
তোকে ছুঁয়ে ছুঁয়ে মন
দূরত্বে যখনই তুই
তোকে ছুঁতে চায় মন
স্পর্শের কাছে না থেকেও
হৃদয়ের খুব কাছে তুই সারাক্ষণ
মাত্র এক ছোঁয়া দূরত্বটুকুতেই তোকে
অনেক দূরে মনে হয় মন
মাত্র স্পর্শের দূরত্বে ভালোবাসা
অথচ স্পর্শের কাছে নেই তুই এখন
একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে
তোকে ছুঁয়ে ছুঁয়ে মন
- ২২ ফেব্রুয়ারি ২০২০
ব্যাংকক, থাইল্যান্ড
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন