জীবন খুঁড়ে খুঁড়ে, জীবনের ভাঁজে
- যাযাবর জীবন
দেখ কি সুন্দর অদ্ভুত মেঘলা সকাল!
সকাল তো সবার জীবনেই আসে,
কারো ঝকঝকে রৌদ্রস্নাত, কারো মেঘলা কারো বা বৃষ্টি ঝরোঝরো,
সূর্য প্রতিদিনই পূবাকাশে ওঠে
কেও উপভোগ করে, কেও ঘুমিয়ে থাকে আর কারো আকাশ মেঘাচ্ছন্ন থাকে
আমি মেঘলা সকাল উপভোগ করি সূর্য খুঁজে খুঁজে;
রৌদ্রোজ্জ্বল সকাল মেঘে ঢেকে যেতে সময় লাগে না
সময় লাগে না মেঘাচ্ছন্ন সকালের মেঘ কেটে যেতে
আমরা প্রত্যেকে জীবন সংগ্রামে, এক একজন এক একভাবে জীবন যাচে
জীবনের মোড় মোড়ে জীবন ঝুঝে;
আমি সকাল খুঁজি রৌদ্রের খোঁজে,
মেঘ! কেটে যাবে;
আমি প্রতিদিন জীবন যুঝি
জীবন খুঁড়ে খুঁড়ে, জীবনের ভাঁজে।
- ১ জানুয়ারি ২০২০
ডালাস, টেক্সাস

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন