কখনো কখনো ভুলে যেতে হয় নিজেকে
- যাযাবর জীবন
কখনো কখনো ভুলে যেতে হয় নিজেকে
কখনো কখনো মন
কখনো কখনো আয়নায় তাকালে
মন কেমন কেমন
কখনো কখনো আকাশে তাকালে
আকাশ এঁকে দেয় চোখে নীল
ঝাপসা চোখে ঝাপসা ঝাপসা দেখি
উড়ন্ত গাংচিল
কখনো কখনো মন বড্ড উদাস
চারিদিকে বিষণ্ণ কলরব
কখনো কখনো মন স্তব্ধ
ভুলে যেতে ইচ্ছে করে সব
একদিন ঠিক উড়ে উড়ে আমি
মেঘের দেশে যাব
গোধূলির সাথে জ্যোৎস্না মেখে মেখে
অন্ধকারে হারাব........
- ৪ জানুয়ারি ২০২০
হিউষ্টন, টেক্সাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন