একবার না হয় এক হব আজ
- যাযাবর জীবন
আজ পূর্ণিমা, আকাশ চাঁদ চাঁদ
মন জ্যোৎস্না, তোর আর আমার রাত;
চাঁদ আকাশে, তুই চাঁদনি
কলমে এঁকেছি ভালোবাসা, তোকে আঁকি নি;
আকাশে জ্যোৎস্না, তুই চাঁদনি
ভালোবাসায় ডুবেছি অনেক, তোতে আগে ডুবি নি;
আকাশে কালো মেঘ, ঢেকে দেবে চাঁদ
স্মৃতিতে রয়ে যাবে চাঁদনি, আজ ভালোবাসার রাত;
আয়, ভালোবাসি তোকে, আয় ডুবি তো'তে
একটা মাত্র রাত, একবার না হয় এক হব আজ.......
- ১২ই ডিসেম্বর ২০১৯
মায়ামি বীচ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন