অনুভূতিতে রয়ে যাবি শুধু তুই
- যাযাবর জীবন
কলমে কত হাবিজাবিই তো লেখা হয়
কলমে কত কত কালি ক্ষয়
কলমে কতভাবেই না তোকে আঁকি
আর কলমে ভালোবাসার বিনিময়
কলমে কত কত কবিতা
আর কত কত গান!
কাগজে কলমের শুধুই আঁক
কোথায় ভালোবাসার পরিণাম?
কলমে কত কত লেখা
কত কত কাগজের অপচয়
কলমে শুধুই কলমের অনুভূতি
কলম কি আর ভালোবাসার পরিচয়?
কলমে কালি থাকলেই শুধু
কাগজে হিবিজিবি ভালোবাসার আঁক
মন শুকিয়ে গেলে কোথায় আর
মনে ভালোবাসার দাগ?
কলমে তোকে আঁকতে আঁকতে
কত কবিতাই যে এঁকেছি!
শুধু কলমই জানে মনের অনুভূতি
কতটা ভালো তোকে বেসেছি
একদিন হয়তো কলমে কালি ফুরিয়ে যাবে
হয়তো কাগজে কবিতা হবে বন্ধ
আরে বোকা, ভালোবাসা ফুরোয় কি?
কেন রে মন তোর অন্ধ?
কলম কতভাবেই তোকে আঁকে মনের কবিতায়
অথচ কাগজে আমি কখনই কবি নই
কালি ফুরিয়ে গেলে কলম থেমে যেতে পারে
তবুও মন খুঁড়ে খুঁড়ে অনুভূতিতে রয়ে যাবি শুধু তুই
- ০৩ মার্চ ২০২০

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন