চাঁদ ডুবছে শহরে
- যাযাবর জীবন
চাঁদ ডুবছে, চাঁদ ডুবছে শহরে
ডুবছি আমি, ডুবছি আমাতে
ভালবাসায় ডুবে যাওয়া পতন নয়?
কতরকম ভালোবাসাই তো আছে
কেও ভালোবাসে প্রকৃতি
কেও টাকা
কেও মানুষ,
আমার ভালোবাসা শুধুই আমাতে,
খুব স্বার্থপর হয়ে গেলো কি?
তাতে কি?
আমি আমাতেই বাঁচি.......
আমি মানেই মন
আর মন মানেই তো তুই
সেই প্রথম দেখার পর থেকে......
কে বলেছে বার্ধক্যে ভালোবাসা বদলে যায়?
তবে ক্ষয়ে যাওয়া আয়নায় এখনো কেন তোর ছবি দেখা যায়?
আমার পতন শুরু ভালোবাসার প্রথম দৃষ্টিতে
ভালোবাসায় পতন শুরু
তোতে........
- ১৩ই ডিসেম্বর ২০১৯
নায়াগ্রা ফলস ষ্টেট পার্ক, বাফেলো

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন