বুধবার, ১১ মার্চ, ২০২০

রাতের আলো



রাতের আলো
- যাযাবর জীবন


রাতের কিছু সৌন্দর্য আছে
কিছু সৌন্দর্য আছে চাঁদের
কেও কেও রাতে শুধুই কালো খোঁজে
ঋণাত্মক মন যাদের;

চাঁদের সৌন্দর্য সবাই দেখে
চাঁদনি যেচেছে কে
অন্ধকারে মন খুলে খুলে
আলো খুঁজেছে যে;

আমি কালোতে আলো খুঁজতে খুঁজতে
চাঁদনি পেয়েছি রাতে
মনের ভেতর আলো খুঁজতে খুঁজতে
ভালোবাসা হয়েছি তোতে।

- ১৭ই ডিসেম্বর ২০১৯
মাউন্ট-ডোরা, ফ্লোরিডা




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন